Krishak Bandhu Scheme: পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্পের নাম হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে বাংলার কৃষকদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়। সমাজের সকলের অন্নের যোগান দেয় যাঁরা তাদের আর্থিক ভাবে সাহায্য দেয় এই প্রকল্প। ভারত মৌসুমী জলবায়ুর দেশ হওয়ায় এটি কৃষিভিত্তিক দেশ। তবে আবহাওয়ার তফাতে অনেকসময় চাষের ক্ষতি হয় সেই সব পরিস্থিতিতে সাহায্যের জন্য সরকার কতৃক এই প্রকল্পের কথা ভাবা হয়েছে।
এর উপরে কেন্দ্রীয় সরকারি স্কিম কৃষক সম্মান নিধি প্রকল্প (Krishak Bandhu Scheme) চালু করা হয়েছে। এর দ্বারা প্রতি বছর ৬০০০ টাকা অর্থসাহায্য পায় কৃষকরা। দুই হাজার টাকা করে মোট তিনটি কিস্তিতে কৃষকদের এই অর্থ সাহায্য পাঠায় কেন্দ্র সরকার। সম্প্রতি এই প্রকল্পে আরও কয়েকটি নতুন নিয়ম সংযোজন করা হয়েছে। তাই এই প্রকল্পের সুবিধা পেতে হলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। ২০১৯ সাল থেকে এই যোজনাটি চালু করেছেন আমাদের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। সরাসরি দেশের কৃষকদের কাছে আর্থিক সাহায্য পাঠিয়ে দেওয়াই এই প্রকল্পের লক্ষ। যার অধীনে ২০০০ টাকা করে এক বছরে তিনটি কিস্তিতে ৬০০০ টাকা অর্থ সাহায্য পান কৃষকরা।
যোগ্যতা
- কৃষক সম্মান নিধি বা কৃষক বন্ধু (Krishak Bandhu Scheme) প্রকল্পের আবেদন করার জন্য কৃষকের নিজের চাষ জমি থাকতে হবে
- প্রতিটি কৃষক পরিবারের মাত্র একজন এই সুবিধা পাবেন
- যদি আবেদনকারী একজন যোগ্য করদাতা হন তবে তিনি এই প্রকল্পে আবেদনের যোগ্য নন।
আরো পড়ুন: ESI তে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে বড়ো খবর শোনালো নবান্ন
আবেদন পদ্ধতি
এই প্রকল্পে (Krishak Bandhu Scheme) আবেদন করার জন্য প্রথমে ওই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর রেজিষ্টার করে আবেদনপত্রটি পূরন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিগুলো উপরোক্ত ওয়েবসাইটে আপলোড করে সাবমিট করে দিতে হবে। এরপর যোগ্য প্রমাণিত হলে সরকার সরাসরি ব্যাংক একাউন্টে অর্থ সাহায্য পাঠাবে।
বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) নতুন কোনো আপডেট এখনও জানানো হয়নি। হবে খুব শীঘ্রই যে কৃষকদের একাউন্টে টাকা পৌঁছে যাবে এমনটা খবর রয়েছে সূত্রের তরফে। এক্ষেত্রে আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যেক কৃষক এই সরকারি অর্থ সাহায্য পেয়ে যাবেন।