Gangasagar Bridge: হিন্দু শাস্ত্রে গঙ্গাসাগরকে পবিত্র তীর্থস্থান বলে মানা হয়। কথায় আছে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর বারবার। যার অর্থ অন্য কোনো তীর্থস্থানে বারবার ভ্রমণ করলেও গঙ্গাসাগর ভ্রমণে একদিন যেতেই হবে। পৌষ মাসে এইখানেই জমা হয় লাখ লাখ ভক্তের ভিড়। এবার ভক্তদের সুবিদার্থে নতুন পদক্ষেপ সরকারের। এতে লাখ লাখ মানুষের সুবিধা হতে চলেছে বলে জানা যাচ্ছে।
এবার গঙ্গাসাগর সেতু (Gangasagar Bridge) তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বিচ্ছিন্ন ভাবে অবস্থান করা সাগরদীপ অঞ্চল এবার জুড়ে যেতে চলেছে মূল স্থলভাগের সাথে। আগামী চার বছরের মধ্যে সেতু গড়ার কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এই সেতু তৈরি হলে পূর্ণার্থীদের বিশেষ সুবিধা হবে বলে জানা যাচ্ছে। আগামী ২০২৯ সালে যখন পূর্ণার্থীরা গঙ্গাসাগর দর্শনে আসবেন তখনই সহজেই কলকাতা থেকে গাড়ি নিয়ে কপিল মুনির আশ্রম পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। এর জন্য এই ভেসেলের উপর নির্ভর করতে হবেনা ভক্তদের। ইতিমধ্যেই এর দরপত্র জারি করেছে সরকার।
কাকদ্বীপ এবং কচুবেরিয়ার মাঝের অংশে রয়েছে মুড়িগঙ্গা নদী। এর উপরেই ৩ কিলোমিটার জায়গা জুড়ে তৈরি হতে চলেছে গঙ্গাসাগর সেতু (Gangasagar Bridge)। এর জন্য সরকারের খাত থেকে খরচ হতে পারে ৪৩৯ কোটি টাকা। তবে জানা যাচ্ছে এই সেতু তৈরির দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের উপর। এই মর্মে বৈঠকও হয় রাজ্য-কেন্দ্রের। ৬ বছর আগেই তাজপুর বন্দরের অংশীদার হওয়ার কথা ছিল। তবে সেটি না হওয়ায় কেন্দ্রীয় সরকারকে এই সেতু নির্মাণ করার প্রস্তাব দেওয়া হয়। তবে এরপরেও কোনরকম ইতিবাচক পদক্ষেপ নেয়নি ভারতীয় কেন্দ্র সরকার।
আরও পড়ুন: বাড়ানো হোক কলকাতা বাসের আয়ু, দুর্ঘটনা প্রতিরোধে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের
অগত্যা রাজ্য সরকার এই সমস্ত দায়িত্ব নিয়ে সেতু (Gangasagar Bridge) তৈরি করার কাজে বিনিয়োগ করতে চলেছে। এতে গঙ্গাসাগর মেলায় আসা লাখ লাখ পূর্ণার্থীর সাথে সাথে ওই এলাকার সাধারণ মানুষেরও ব্যাপক উপকার হতে চলেছে। আর সাধারণ মানুষের কথা ভেবেই রাজ্যের কোষাগার থেকে অর্থ ব্যয় করে এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার। গত বছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই এই সেতু নির্মাণের ঘোষণা করেন তিনি। এর জন্য ২০২৫ সালের ৪ঠা ফেব্রুয়ারির মধ্যে দরখাস্ত জমা করার কথা জানানো হয়েছে রাজ্যের তরফে।
প্রকাশিত প্রকল্প রিপোর্টে বলা হয়েছে সেতুরি মূলত চারটি লেনের হতে চলেছে। খরচ হতে পারে ১ হাজার ৪৩৮ কোটি ৬২ লক্ষ ৩৪ হাজার ৬৫৪ টাকা। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে জমি কেনার ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। একটি টেন্ডার ডাকার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সুতরাং বলা যেতেই পারে মুড়িগঙ্গা নদীর উপরে খুব শীঘ্রই তৈরি হতে চলেছে গঙ্গাসাগর সেতু (Gangasagar Bridge)।