Gas Cylinder: বর্তমানে দিন যতই এগোচ্ছে মুদ্রাস্ফীতির পরিমাণ ততই বৃদ্ধি পাচ্ছে দেশে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ওষ্ঠাগত জীবন। যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের আয়ের থেকে ব্যয় হচ্ছে বেশি। কিভাবে এই বাড়তি খরচ নিয়ন্ত্রণে আনা যাবে সে বিষয়ে চিন্তিত সকলেই। বিশেষ করে হেঁশেল নিয়ে চিন্তিত অধিকাংশ মানুষ, কারণ রান্নার সামগ্রী থেকে শুরু করে গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সামান্য রোজকারের সংসার চালানো প্রায় অসম্ভব। কিন্তু আজকের এই প্রতিবেদনে একটি সুখবর রয়েছে সাধারণ মানুষের জন্য। চলুন জেনে নিই কি সেই সংবাদ।
সাধারণ মানুষের জন্য কি সেই বিশেষ সুবিধা?
যদি রান্নার গ্যাসের (Gas Cylinder) দাম হয় মাত্র ৫০০ টাকা তাহলে তো খরচের ভার কিছুটা হলেও কমবে। কিন্তু এই সুবিধা কি সকলেই পাবেন? না এর জন্য রয়েছে বিশেষ কিছু নিয়ম। আসলে রাজ্য সরকারের তরফে এমন প্রকল্প আনা হয়েছে যার দরুন উপকৃত হবেন বিশেষ করে রাজ্যের মহিলারা। যদি এই প্রকল্পের আওতায় আসতে চান তাহলে আপনিও গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন মাত্র ৫০০ টাকায়।
সরকার দিচ্ছে ৫০০ টাকায় গ্যাস (Gas Cylinder)
রাজ্যের বিজেপি সরকার সাধারণ মানুষের সুবিধার্থে এনেছে এই বিশেষ প্রকল্প। দারিদ্র্যসীমার (BPL) নীচে বসবাসকারী প্রায় ৫২ লক্ষ মহিলাকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দিতে প্রস্তুত। তাই যেসব মহিলারা বসবাস করেন হরিয়ানায় তাদের জন্য দুর্দান্ত সুযোগ। মহিলারা কম দামেই পেয়ে যাবেন রান্নার গ্যাস। সরকারের তরফে দেওয়া হচ্ছে রেজিস্ট্রেশনের সুযোগও। এর আওতায় ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার পেতে মহিলাদের আলাদাভাবে তাদের নামে নিবন্ধন করতে হবে। হরিয়ানাতে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে বিজেপি এবং তার পরপরই মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি হর ঘর-হর গৃহিণী প্রকল্প (Har Ghar Har Grihini Yojana) চালু করেন এবং সস্তা গ্যাস সিলিন্ডার নিবন্ধনের জন্য epds.haryanafood.gov.in পোর্টাল চালু করেন।
আরও পড়ুন: অ্যাপ-বাইক পরিষেবা নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের, সমস্যায় ক্যাব সংস্থা সহ যাত্রীরা
প্রকল্পের আওতায় আসতে গেলে কি কি যোগ্যতা লাগবে?
- ১) আবেদনকারী মহিলাকে অবশ্যই হরিয়ানার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ২) বার্ষিক পারিবারিক আয় হতে হবে ১.৮ লক্ষ টাকার কম।
- ৩) এই প্রকল্পের সুবিধা পেতে গেলে পারিবারিক পরিচয়পত্র আবশ্যক।
- ৪) পাশাপাশি লাগবে আধার কার্ড, গ্যাসের কপি, রেশন কার্ড, ব্যাঙ্কের কপি এবং মোবাইল নম্বর।
- ৫) আবেদনকারীর অবশ্যই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় প্রাপ্ত একটি গ্যাস সংযোগ (Gas Cylinder) থাকতে হবে।
- ৬) এছাড়াও এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আয়ুষ্মান কার্ড বা বিপিএল রেশন কার্ড লাগবে। এইসব যোগ্যতার ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা লাভ করা যাবে।
কিভাবে করবেন রেজিস্ট্রেশন?
- ১) প্রথমে গ্রাহককে যেতে হবে খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক বিভাগ হরিয়ানার ওয়েবসাইট epds.haryanafood.gov.in-এ।
- ২) হোম পেজটি খুললে, “হর ঘর হর গৃহিণী যোজনা” বিকল্পে ক্লিক করতে হবে।
- ৩) এরপর ক্লিক করতে হবে “রেজিস্ট্রেশন ফর্ম” এ। ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে।
- ৪) নতুন যে পেজটি খুলবে তাতে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি আপনার পারিবারিক পরিচয়পত্র জানেন কিনা। সেখানে “হ্যাঁ” অথবা “না” বিকল্পের মধ্যে একটি নির্বাচন করুন।
- ৫) পরবর্তী পেজে লিখতে হবে পারিবারিক পরিচয়পত্র এবং ক্যাপচা কোড।
- ৬) “Send OTP” এ ক্লিক করুন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে OTP পাঠানো হবে, সেটা যাচাই করে নিতে হবে।
- ৭) OTP নিশ্চিত করার পর আবেদনপত্রটি খুলবে যেখানে আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে।
- ৮) পাশাপাশি, গ্যাস সংযোগের (Gas Cylinder) তথ্য যেমন গ্যাস এজেন্সির নাম এবং গ্রাহক নম্বর লিখতে হবে।
- ৯) প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন।
- ১০) সর্বশেষে ক্লিক করুন “জমা দিন” বোতামে। ক্লিক করলে, আপনি একটি নিবন্ধন নম্বর বা রসিদ পাবেন, অবশ্যই সেটি যত্ন করে রাখবেন।