GDP of India: জিডিপি বৃদ্ধিতে সেরা ৫-এ ভারত, পিছনে ফেলবে জার্মান-জাপানকে

GDP of India: একটি দেশের আর্থিক উন্নয়নের প্রধান সূচক হল জিডিপি। যার পুরো নাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। যে পরিমাণের মাধ্যমে বোঝা যায় এক বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য এবং বাজারে তার মূল্যের উত্থান-পতন। যার মধ্যে দিয়ে বোঝা যায় পূর্ব বছরের তুলনায় পরের বছরে জিডিপি হার কতটা বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে ২০২৫এ ভারতীয় জিডিপি কত শতাংশ বৃদ্ধি পেল?

প্রকাশিত জিডিপি রেট

সম্প্রতি প্রকাশ্যে এসেছে আইএমএফ রেট। যেখানে আর্থিক বৃদ্ধির হারে মাইলস্টোন রেকর্ড করেছে ভারত। সেরা ৫ অর্থনৈতিক দেশের তালিকায় একটি দুর্দান্ত স্থান দখল করেছে ভারত। তথ্য অনুযায়ী ১ দশকে ভারতের মোট আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে দু’গুণ হারে। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ বড় বড় বিশ্লেষকরা। তাঁদের কথায় বিশ্ব অর্থনীতির নিরিখে ভারতীয় জিডিপি (GDP of India) রেট অভিনব।

ভারতীয় জিডিপির পরিমাণ

আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের তথ্য অনুযায়ী ১০ বছরে ভারতীয় জিডিপি প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৫ সালে ২.১ লক্ষ কোটি ডলার জিডিপি বৃদ্ধির পরিমাণ ছিল ভারতে। ২০২৫ সালে সেই জিডিপি বৃদ্ধির হারে দেখা গেল দুর্দান্ত চমক। ২.১ লক্ষ কোটি ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১০ বছরে ভারতের জিডিপি (GDP of India) বৃদ্ধির পরিমাণ পৌঁছেছে ৪.৩ লক্ষ কোটি ডলারে। জিডিপির সূচক বৃদ্ধি পেয়েছে প্রায় ১০৫%। অর্থাৎ পূর্বের এক দশকের হিসেবে ভারতীয় জিডিপি বেড়েছে ৭৭ শতাংশ।

ভারতীয় জিডিপি (GDP of India) পিছনে ফেলবে জার্মান-জাপানিকে

প্রতিবছর যে হারে ভারতীয় আর্থিক বৃদ্ধির হার বৃদ্ধি পাচ্ছে তাতে করে চাপে পড়তে পারে জার্মান-জাপানি। বিশেষজ্ঞদের অনুমান ভারতীয় জিডিপি বৃদ্ধির হার যদি এইভাবে বৃদ্ধি পেতে থাকে সেক্ষেত্রে জাপানকে টক্কর দিয়ে অগ্রগতি হতে পারে ভারতের। সেই হিসেবে অঙ্ক বলছে ২০২৭ সালে ভারতীয় জিডিপি বৃদ্ধিতে পিছনে পড়বে জার্মানি।

আরও পড়ুন: চিন্তায় পড়েছে সাধারণ মানুষ, সরকারের সিদ্ধান্তে বিক্রি হবে এলআইসি ও ব্যাংকের শেয়ার

জিডিপি বৃদ্ধির তালিকায় আমেরিকার অবস্থান

বরাবরের মতোই চলতি বছরেও জিডিপি বৃদ্ধির তালিকায় শীর্ষস্থান দখলে রেখেছে বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকা। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের জিডিপি বৃদ্ধির পরিমাণ ছিল ২৩.৭ লক্ষ কোটি ডলার। যা চলতি বছরে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০.৩ লক্ষ কোটি ডলারে। হিসাব অনুযায়ী গত ১ দশকে আমেরিকার জিডিপি বৃদ্ধি পেয়েছে ২৮%। ফলে এদিক থেকে ভারতের জিডিপি (GDP of India) বৃদ্ধির পার্সেন্টেজ এগিয়ে রয়েছে।

অন্যান্য দেশের জিডিপির পরিমাণ

ভারতীয় জিডিপি (GDP of India) বৃদ্ধির পাশাপাশি চলতি বছরে ভালোই চিনের আর্থিক বৃদ্ধির সূচক। তবে বিশেষজ্ঞদের অনুমান ছিল আমেরিকাকে পিছনে ফেলতে পারে চিনের আর্থিক বৃদ্ধির হার। কিন্তু তা হয়নি। বিপরীতে জিডিপির পার্সেন্টেজের ক্ষেত্রে ভারতের থেকে কিছু অংশ কম। চিনের জিডিতঃ বৃদ্ধির পরিমাণ বৃদ্ধি পেয়েছি ৭৪ শতাংশ। অন্যদিকে ভুটানের আর্থিক বৃদ্ধির সূচক ২০১৫ সালে দাঁড়িয়ে ছিল ১১.২ লক্ষ কোটি ডলারে। যা এ বছরে বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১৯.৫ লক্ষ কোটি ডলারে। এছাড়াও জিডিপি বৃদ্ধির দিক থেকে ২০২০ সাল থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছে বেজিং। অতিমারি করোনার কারণে বেজিং-এর আর্থিক বৃদ্ধির সূচক খুব একটা ভালো নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *