General Knowledge: ভারতীয়দের পৃথিবীর সব দেশে, তবুও এই দেশগুলোতে ভারতীয়দের বসবাস শূন্য

আমাদের কম-বেশি সকলেরই সাধারণ জ্ঞান (General Knowledge) রয়েছে। তবে এমন কিছু কিছু সাধারণ বিষয় রয়েছে যা অনেকের কাছেই অজানা। বিশেষত যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এমন অনেক ধরনেরই প্রশ্ন করা হয় যা অনেকেই জানেন না। তেমনই একটি প্রশ্ন হল পৃথিবীর কোন দেশে ভারতীয়দের বসবাস নেই? জানা আছে এই প্রশ্নের উত্তর? না জানা থাকলে অবশ্যই জেনে নিন। ভবিষ্যতে কাজে আসতে পারে।

প্রসঙ্গত, বর্তমানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে। আর এইসব পরীক্ষাগুলিতে লিখিত পরীক্ষা হোক বা না হোক ইন্টারভিউ ঠিক হয়। আর এই ইন্টারভিউতে এমন কিছু কিছু প্রশ্ন করা হয় যার উত্তর দিতে ভ্যাবাচ্যাকা খেতে হয় ইন্টারভিউ প্রার্থীদের। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি সাধারণ জ্ঞানের (General Knowledge) প্রশ্নের উত্তর জানানো হয়েছে। যে প্রশ্নটি হল, বিশ্বের কোন জায়গায় একজনও ভারতীয় নেই?

বিশ্বের যে জায়গায় ভারতীয়দের কোনো উপস্থিতি নেই সেই জায়গাটির নাম হল ভ্যাটিকান সিটি। যে শহরটি রোমের প্রাণকেন্দ্রে অবস্থিত। রোমান ক্যাথলিকদের আধ্যাত্মিক কেন্দ্র বলা হয় এই ভ্যাটিকান সিটিকে। তবে শুধু এখানে ভারতীয়দের যে উপস্থিতি নেই তা নয়, পাশাপাশি বিশ্বের ছোটো স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি ভ্যাটিকান সিটি। এখানকার মোট জনসংখ্যা হল হাজারের কাছাকাছি। মূলত ক্ষুদ্রতম দেশ হওয়ার কারণেই এই শহরে ভারতীয়দের বসবাস নেই। পর্যটক হিসেবে ভারতীয়রা এই শহরে আসে। কিন্তু বসবাসের দিক থেকে ভারতীয় উপস্থিতি নেই এই ভ্যাটিকান সিটিতে।

আরো পড়ুন: বিশ্বের সব থেকে বেশি ভাত খায় কোন দেশ, উত্তর কিন্তু ভারত বা বাংলাদেশ নয়

তবে শুধু ভ্যাটিকান সিটি নয়, ভ্যাটিকান সিটির পাশাপাশি এই তালিকায় রয়েছে আরো বেশ কয়েকটি শহর। যেখানে ভারতীয়দের উপস্থিতি অতি নগণ্য। প্রায় নেই বললেই চলে। সেই দেশগুলি হল ইতালির অ্যাপেনাইন পর্বতমালায় অবস্থিত সান মারিনো, বুলগেরিয়া, উত্তর কোরিয়া প্রভৃতি দেশ। বিশেষত উত্তর কোরিয়ায় ভারতীয় নাগরিক না থাকার কারণ হলো আর্থিক পরিস্থিতি। উত্তর কোরিয়ায় অর্থনৈতিক পরিস্থিতি খুবই সীমিত। পাশাপাশি এখানকার শাসনকার্য বেশ কঠোর।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ভারতীয়দের সংখ্যা এতই বেশি এবং ভারতীয়রা এমনই যে তারা বিশ্বের প্রায় সব জায়গা জুড়েই ছড়িয়ে রয়েছে। পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় দেখতে পাওয়া যায় ভারতীয় বংশোদ্ভুতদের। ব্যতিক্রম শুধু ইতালির এই শহরগুলি। যেখানে ভারতীয়দের পর্যটক হিসেবে দেখা গেলেও স্থিতিশীল ভাবে ভারতীয়দের উপস্থিতি নেই এই শহরগুলোতে। তাহলে আপনিও জেনে গেলেন বিশ্বের কোন জায়গায় ভারতীয়দের উপস্থিতি নেই। এবার আপনিও আপনার কাছের মানুষদের এই সাধারণ জ্ঞানের (General Knowledge) প্রশ্নের উত্তর জানিয়ে দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *