Tan Removal Tips: ঘরোয়া উপকরণেই বাড়িতে বসেই পেয়ে যান পার্লারের মতো গ্লো স্কিন

Tan Removal Tips: চকচকে ত্বক আজকাল ছেলে মেয়ে নির্বিশেষে প্রায় সকলের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে আয়নায় সামনে পছন্দের নিজেকে উজ্জ্বল ভাবে দেখতে চায়না এমন মানুষ বোধ হয় নেই। নামি দামি প্রোডাক্ট মাখা থেকে শুরু করে হাজার হাজার টাকার পার্লার খরচ কি না করা হয়। তবে জানেন কি বাড়িতে থাকা উপকরণ দিয়েই এবার বাড়তি খরচ ছাড়াই পাওয়া যেতে পারে কাঁচের মতো চকচকে ত্বক। যা দেখে নিজেই নিজেকে চিনতে পারবেন না আয়নার সামনে।

অনেকসময় মুখের চামড়ার ওউজল্য ফেরাতে এবং কালো দাগ মুছতে ডাক্তারের পরামর্শ নেওয়া হয়ে থাকে। এতেও অনেক সময় সুফল পাওয়া যায়না। অনেক সো।ওই ব্যয়বহুল কসমেটিক ব্যবহার করলে সাময়িক উজ্জ্বলতা এলেও দুদিনের মধ্যেই রোদ লেগে ত্বকে ট্যান (Tan Removal Tips) পরে একই অবস্থায় দাঁড়িয়ে পরে। আজ ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে ত্বকের উজ্জ্বলতা ফিরে পাওয়া যায় তার আলোচনা করা হলো। শীতের রুক্ষতা ত্বকের আরও ক্ষতি করার আগে আজই জেনে নিন চকচকে ত্বকের ঘরোয়া সমাধান।

১. কাঁচা দুধের ব্যবহার: কাঁচা দুধ ত্বকের যত্নের ক্ষেত্রে ঘরোয়া উপাদান গুলোর ক্ষেত্রে অন্যতম সেরা একটি উপাদান। এটি মুখের ব্রণ, ফাইন লাইন এবং কালো দাগ দূর করতে সাহায্য করে। কাঁচা দুধ এবং গোলাপ জলের মিশ্রণ বানিয়ে কপাল ও ঘাড়ে ব্যবহার করলে কালো ট্যানের দাগ (Tan Removal Tips) হালকা হয়ে আসে।

২. মধু এবং লেবুর ব্যবহার: লেবুর ভিটামিন সি এবং মধুর গুনাগুন মুখ উজ্জ্বল করে এবং বয়সের ছাপ পড়তে দেয়না। তাই এই মিশ্রণ ব্যবহার করলে ত্বকের পোড়া ভাব কমে এবং মুখের তৈলাক্ততা নিয়ন্ত্রণে থাকে।

আরো পড়ুন: বগলের নিচে জমেছে কালচে দাগ, জেনে নিন তোলার কিছু ঘরোয়া উপায়

৩. শসা: গোল করে শসা কেটে মুখে ১০-১৫ মিনিট রাখলে এর মধ্যে থাকা প্রাকৃতিক ক্লিনসিং উপাদান মুখের কালো ভাব (Tan Removal Tips) তুলে দেয় এবং আমাদের ত্বক আর্দ্র রাখতে সহায়তা করে।

৪. বেসন: মুখের ত্বকের পরিচর্যায় ব্যাসন হলো অন্যতম উল্লেখযোগ্য একটি উপাদান। মুখ, কপাল ও ঘারের কালো দাগ দূর করার জন্য হলুদ গুঁড়ো এবং বেসনের পেস্টের জুরি মেলা ভার। মিশ্রণটি লাগিয়ে শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করে মুখ ধুয়ে ফেললে সূর্যের তাপে পোড়া কালো দাগ মিলিয়ে যেতে শুরু করে।

৫. হলুদ: হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা ত্বকের মৃত কোষ গুলি আলাদা করে বার করে দিতে পারে। হলুদগুঁড়া সাথে গোলাপ জল ও দুধ মিশিয়ে নিয়মিত মেখে শুকিয়ে যাওয়ার পর মুখ ধুয়ে ফেললে কপালের ট্যনের (Tan Removal Tips) কালো দাগ দূর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *