Jio recharge plan: জিওর নতুন তিনটি ৮৪ দিনের রিচার্জ প্ল্যানে পেয়ে যাবেন একাধিক সুবিধা

Jio recharge plan: দেশের একাধিক বেসরকারি টেলিকম সংস্থাগুলো তাদের রিচার্জ এর মূল্য বাড়িয়ে দেওয়াতে সমস্যায় পড়েছে সাধারণ জনগণ। বাড়তি রিচার্জ এর মূল্যের কারণে পকেটে টান পড়েছে গ্রাহকদের। তবে গ্রাহকের সুবিধার্থেই জিও সম্প্রতি লঞ্চ করেছে তিনটি নতুন রিচার্জ প্ল্যান। তিনটি রিচার্জ প্ল্যানই যথেষ্ট আকর্ষণীয় এবং গ্রাহকদের দেবে একাধিক সুবিধা। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। জিও ৮৪ দিনের জন্য চারটি আলাদা রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যা বিভিন্ন সুবিধার সাথে এসেছে।

ভারতীয় টেলিকম বাজারে জিও হল এমন একটি বেসরকারি সংস্থা যা রীতিমত বিপ্লব ঘটিয়েছে। জিওর গ্রাহকেরা এতদিন ধরে অনেক কম মূল্যে ব্যবহার করেছে জিওর বিভিন্ন রিচার্জ প্ল্যান (Jio recharge plan)। কলিং সুবিধা দিয়ে জিও গ্রাহকদের আস্থা অর্জন করেছে। জিও 5G নেটওয়ার্ক লঞ্চ করে গ্রাহকদের আরো বেশি আকৃষ্ট করেছে। পাশাপাশি রয়েছে, জিওর শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ এবং বিস্তৃত সার্ভিস এলাকায় অন্যান্য কোম্পানির তুলনায় একটি শক্তিশালী অবস্থানে রয়েছে।

১২৯৯ টাকার রিচার্জ প্ল্যান

যেসব গ্রাহকরা ১২৯৯ টাকার রিচার্জ প্ল্যান(Jio recharge plan) রিচার্জ করে থাকেন তারা পেয়ে যাবেন প্রতিদিন 2GB ডেটা এবং Unlimited কলিংসহ ৮৪ দিনের জন্য দীর্ঘ মেয়াদের রিচার্জ প্ল্যান। কিন্তু এই প্ল্যানে Unlimited 5G ডেটা ব্যবহার করা যাবে না, কারণ এতে প্রতিদিন মাত্র 2GB ডেটা দেওয়া হয়েছে।

১০২৯ টাকার রিচার্জ প্ল্যান

কেউ যদি ১০২৯ টাকার রিচার্জ প্ল্যান (Jio recharge plan) বাছাই করেন, তাহলে পেয়ে যাবেন ৮৪ দিনের জন্য দীর্ঘ মেয়াদ এবং প্রতিদিন 2GB ডেটা। এছাড়াও, Unlimited 5G ডেটা, Unlimited কল, ১০০টি SMS পাঠানোর সুযোগ এবং অনেক সাবস্ক্রিপশন সুবিধা পাওয়া যাবে।

আরো পড়ুন: ইউপিআই পেমেন্টের নতুন নিয়মে আগের চেয়ে দ্বিগুণ সুবিধা, এখন লেনদেন হবে আরও দ্রুত এবং সহজ

৯৪৯ টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জ প্ল্যানে গ্রাহকেরা পেয়ে যাবেন একাধিক সুবিধা। প্রতিদিন 2GB ডেটা এবং ডেটা শেষ হলে Unlimited 5G ডেটা ব্যবহার করার সুযোগ। পাশাপাশি, Unlimited কলিং এবং দুইটি অ্যাপের সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

জিওর নয়া তিনটি ৮৪ দিনের প্ল্যানগুলির (Jio recharge plan) সবচেয়ে বড় আকর্ষণ হল Unlimited 5G ডেটা সুবিধা। অন্যান্য যেকোন প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে না। যদি কেউ হাই-স্পিড ইন্টারনেটের সুবিধা উপভোগ করতে চান তাহলে সেটাও পেয়ে যাবেন বিনা ডেটা লিমিটে। জিওর এই তিনটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে 5G সম্প্রসারণ ঘটবে সারা দেশে। Unlimited ডেটার কারণে ব্যবহারকারীদের সিনেমা দেখা, গেম খেলা, ভিডিও কলিং এবং অন্যান্য ইন্টারনেট সংযুক্ত কার্যক্রমে কোনও বাধা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *