Purulia Tour: অযোধ্যা বা জয়চন্ডি নয় পুরুলিয়া ভ্রমণের নতুন গন্তব্য ফুটিয়ারি

Purulia Tour: হুজুগ এবং ভ্রমণ প্রিয় বাঙালি কাজের থেকে ছুটি পাওয়ার অপেক্ষা না করে এখন ছোট ছোট উইকেন্ড ট্যুরে মন দিয়েছে। আর এরকমই বিখ্যাত একটি ছোট ভ্রমণের স্থান হলো পুরুলিয়া! প্রথমে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যটকদের অন্যতম আকর্ষণ হলে পরে ধীরে ধীরে বড়ন্তি, মুরগুমা, দুয়ারসিনি ও জয়চন্ডির মতো জায়গাও সামনে এসেছে। তবে এবার পুরুলিয়ার বুকেই অসম্ভব প্রাকৃতিক রূপে সম্মৃদ্ধ ফুটিয়ারি ভ্রমণে গেলে স্বর্গ মর্তের তফাৎ ভুলে যাবেন।

অযোধ্যা ও জয়ন্তি ছাড়াও পুরুলিয়ায় (Purulia Tour) আছে তিলাবনী। এরই কোলে ছোট দুটো ছবির মত সুন্দর গ্রাম হলো কলাবনী ও লোধুরকর। এখানেই অবস্থান করছে ফুটিয়ারি। স্থানীয় এক নদীর নাম ধরেই এই গ্রামের এমন নামকরন হয়েছে বলেই জানা যায়। এখানেই তৈরি হয়েছে ফুটিয়ারি ড্যাম। তিন দিকে পাহাড় বেষ্টিত নদীর তীরের এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষিত করছে বেশি।

বাঁধের জলে ফুটে থাকে রঙিন সব ফুল, শীতের দিনে সব পরিযায়ী পাখির মেলা। প্রকৃতি প্রেমী মানুষদের জন্য এই গ্রাম স্বর্গের চেয়ে কম নয়। পুরুলিয়া মানে শাল, পলাশ, মহুয়া, মেহগনির মেলা আর তারই মাঝে থাকবে টিয়া, মাছরাঙা, নীলকন্ঠ, সমুখল, জলমোরগ পাখিদের ভিড়। সবুজের এহেন সৌন্দর্য দেখে যেকেউ আপন মনে বাহ বলে উঠতে বাধ্য।

আরো পড়ুন: মনোরম পরিবেশে ঘুরতে যেতে চাইছেন, চলুন কলকাতার খুব কাছে এই অফবিট ডেস্টিনেশনে

পুরুলিয়ার এই ফুটিয়ারিতে বাঁধের পথ ধরে হেঁটে নির্দ্বিধায় কেটে যেতে পারে একটা বেলা। শীতকালের পুরুলিয়া ভ্রমণের (Purulia Tour) সৌন্দর্য শুধুমাত্র তারাই বুঝবেন যারা একবার হলেও এর সবুজ রূপ দেখেছে। বাঁধের জলে বোটিং করেও সময় কাটাতে পারবেন। গ্রামটি থেকে ঘুরে আসা যেতে পারে দুয়ারসিংডাঙ্গা যেটি আসলে দারকেশ্বর নদীর উৎপত্তিস্থল, এছাড়াও তিলাবনি, পঞ্জেনিয়া, সিন্দুরপুর পাহাড় সহ পাকবেড়িয়ার জৈন মন্দির এবং সংগ্রহশালা ঘুরে দেখতে পারেন।

পুরুলিয়ার ফুটিয়ারি ভ্রমণে (Purulia Tour) যেতে হলে ট্রেনে করে নামতে হবে পুরুলিয়া স্টেশনে এরপর ২৫ কিলোমিটারের পথ। এছাড়া বর্ধমান এবং দুর্গাপুর হয়ে ২৮০ কিলোমিটারের পথ পেরিয়ে কলকাতা থেকে মাত্র ৫-৬ ঘণ্টায় পৌঁছে যেতে পারেন গন্তব্যে। সেখানে থাকার জন্য একাধিক রিসোর্ট পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *