Gold Reserve of India: ভারতীয় অর্থনীতি নিয়ে বিরাট খবর। এবার উন্নতির ইঙ্গিত ভারতীয় অর্থনীতিতে। কারণ ব্রিটেন থেকে দেশের মাটিতে স্থানান্তরিত হল বড় মাপের স্বর্ণ (Gold Reserve of India)। যা ১৯৯১ সালের পর প্রথমবার। কারণ ১৯৯১ সাল থেকে ভারতের মাটিতে বিদেশ থেকে এত পরিমান সোনা আনেনি RBI। যার ফলে এই ঘটনাকে ভারতের অর্থনৈতিক উন্নতির পরিচায়ক হিসেবে ধরা হচ্ছে। কত পরিমান সোনা ফিরিয়ে আনলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? কিভাবেই বা সম্ভব হলো?
প্রসঙ্গত, ১৯৯১ সালে আর্থিক দিক থেকে ভেঙে পড়েছিল ভারত। তাই তহবিল সংগ্রহের জন্যই ব্রিটেনের কাছে সোনা বন্ধক রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর সেখান থেকেই ১০০ টন স্বর্ণ (Gold Reserve of India) ফিরিয়ে আনলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। উল্লেখ্য বিষয় বিদেশের বিভিন্ন ব্যাঙ্কে রাখা রয়েছে RBI-এর বেশিরভাগ সোনা। যার জন্য আরবিআই-কে স্টোরেজ খরচ দিতে হয় বিদেশি ব্যাঙ্কগুলিতে। ফলেই ব্রিটেন থেকে এই কয়েক টন সোনা ফিরিয়ে আনায় খরচ কিছু অংশ কমতে পারে।
তবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই স্বর্ণ ফিরিয়ে আনায় শুধু যে স্টোরেজ খরচ কমবে তা নয়, RBI-এর এই পদক্ষেপে ভারতের জাতীয় সম্পদের ভালো ব্যবহারেরও বিস্তৃতি ঘটবে। এর পাশাপাশি এই স্বর্ণ ফিরিয়ে আনায় দেশের অর্থনৈতিক অগ্রগতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে ভারতের এই স্বর্ণ ফিরিয়ে আনার পদক্ষেপের মধ্য দিয়ে ধরা পড়েছে স্বর্ণ ভান্ডার পরিচালনা করার কৌশলগত পরিবর্তন।
আরো পড়ুন: SBI তে দশ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলে মালামাল হবেন! কত টাকা পাবেন জানেন?
কিভাবে ফিরিয়ে আনা হলো এই স্বর্ণ? জানা গেছে ভারত সরকারের বিভিন্ন পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমেই দেশের মাটিতে ফিরিয়ে আনা হয় এই বিপুল পরিমাণ সোনা। তবে এই সোনা ফিরিয়ে আনাতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে বিশেষ শুল্ক ছাড় দেওয়া হয়। কিন্তু শুল্ক ছাড় পেয়েও জিএসটি দিতে হয়েছে আরবিআই-কে।
আরবিআই সূত্রে খবর বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের স্বর্ণের পরিমাণ ৮২২.১ টন। প্রসঙ্গত উল্লেখ্য সাম্প্রতিক সময়ে স্বর্ণ ভান্ডার বৃদ্ধি দিকে লক্ষ্য দিয়েছে দেশীয় ব্যাঙ্কগুলি। যার মধ্যে অন্যতম RBI। স্বর্ণ ভান্ডার বৃদ্ধির (Gold Reserve of India) জন্য ২০২৩ সালে তার পূর্ব বছরের তুলনায় সোনা কিনেছিল ২৭.৫ টন বেশি। মূলত একক বৈদেশিক মুদ্রার ওপর নির্ভরতা হ্রাস, মুদ্রার উত্থান-পতন এবং আর্থিক অস্থিরতা সম্পর্কিত ঝুঁকি কমানোর জন্যই প্রচুর পরিমাণে সোনা কিনছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ভারতীয় অর্থনীতিবিদের অনুমান ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই লক্ষ্য অর্থনৈতিক দিক মজবুত হওয়ারই ইঙ্গিত দেয়। তবে আগামী দিনে দেশের আর্থিক দিক কথাটা উত্থিত হয় সেটাই দেখার।