Gold Stock in India: ভারতীয় সমাজে সোনাকে স্ত্রীধন হিসেবে দেখা হয়। সোনাকে মহিলাদের সম্মান হিসেবে ধরা হয়। শুভ অনুষ্ঠানে হোক বা উৎসবে। সবসময় সোনার গুরুত্ব ভারতীয় সমাজে অপরিসীম। সম্প্রতি কোন দেশে কত সোনা আছে তার একটা তালিকা প্রকাশ পেয়েছে। সেখানেই ভারতীয় মহিলাদের কাছে যত পরিমাণ সোনা আছে তার হিসেব পিছনে ফেলে দিচ্ছে আমেরিকা, রাশিয়া ও ফ্রান্সের মতো প্রথম শ্রেণীর দেশের মোট সোনার ভান্ডারকেও।
সোনায় সোহাগা ভারতীয় মহিলারা। সম্প্রতি করা পরিসংখ্যানের প্রকাশিত তথ্য এই কথারই প্রমাণ দিচ্ছে। বিশ্বের কোন দেশে কত সোনা আছে তার হিসেবে একাধিক সংস্থা কাজ করে চললেও এবার তথ্য দিলো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। সেই পরিসংখ্যানে জানা গেছে বিশ্বে যত পরিমাণ সোনা রয়েছে তার ১১ শতাংশ সোনাই রয়েছে ভারতীয় মহিলাদের কাছে (Gold Stock in India)। অর্থাৎ বিশাল এই বিশ্বের মোট সোনার ১১ শতাংশ রয়েছে শুধুমাত্র ভারতেই।
পরিসংখ্যান বলছে ভারতে যত সোনা (Gold Stock in India) রয়েছে তার হিসেব করলে দেখা যায় ভারতীয় মহিলাদের কাছে থাকা মোট সোনার পরিমাণ ২৪ হাজার টন। সোনা সঞ্চয়ের নিরিখে বিশ্বের প্রথম পাঁচ দেশকে মেলালেও এই সোনার পরিমাণ তাকেও ছাপিয়ে যেতে পারে। আমেরিকার জমানো সোনার পরিমাণ ৮০০০ টন, জার্মানিতে মজুত সোনা রয়েছে ৩৩০০ টন, ইতালিতে ২৪৫০ টন, ফ্রান্সের ২৪০০ টন এবং রাশিয়ার ১৯০০ টন।
আরো পড়ুন: সোনাতেই শক্ত দেশের অর্থনীতি, কোন দেশের কাছে কত সোনা
পরিসংখ্যান অনুযায়ী উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের মহিলাদের কাছে জমা সোনার পরিমাণ রয়েছে বেশি (Gold Stock in India)। দেশের সব মহিলাদের কাছে যত পরিমাণ সোনা রয়েছে তার ৪০ শতাংশ রয়েছে দক্ষিণ ভারতে। ২৮ শতাংশ রয়েছে শুধুমাত্র তামিলনাড়ুতে। ২০২০-২১ অর্থ বর্ষ তুলনায় তার পরবর্তী দুই অর্থ বর্ষে ভারতীয় মহিলাদের কাছে সোনার পরিমাণ আরোও বেড়েছে বহুগুণে। এই বিপুল সোনা ভারতীয় অর্থনীতিতে বেশ সহায়ক বলে জানাচ্ছে অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশ।
বলে রাখি, ভারতীয় ইতিহাসের যুগ থেকেই সমাজ ও সংস্কৃতিতে সোনার গুরুত্ব অনেকটা। বিশেষ করে বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলোতে সোনার অলংকার নেওয়ার চল রয়েছে। এছাড়াও অনেকেই সঞ্চয়ের লক্ষ্যেও সোনা কিনে রাখেন। তবে ভারতীয় আয়কর আইন অনুযায়ী একজন ভারতীয় বিবাহিত মহিলা সর্বাধিক ৫০০ গ্রাম এবং অবিবাহিত মহিলা সর্বাধিক ২৫০ গ্রাম সোনা রাখতে (Gold Stock in India) পারেন। এর বেশি পরিমাণ সোনা থাকলে ওই মহিলাকে অতিরিক্ত সোনার উপর দিতে হয় আয়কর। পুরুষদের ক্ষেত্রে আবার সোনা রাখার পরিমাণ ১০০ গ্রাম।