বর্তমানে দেশের চাকরির বাজার মোটেই ভালো না। যথেষ্ট উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও দেশের বহু যুবক যুবতীদের বেকারত্ব মাথায় নিয়ে চলতে হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা তো খুবই খারাপ। এই অবস্থায় যে কোন চাকরির বিজ্ঞাপন চাকরি প্রার্থীদের মধ্যে যেন বসন্তের বাতাস বয়ে নিয়ে আসে। তেমনই এক চাকরির সংবাদ আশার সঞ্চার করেছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ অর্থাৎ এনআইটিটিটিআর তাদের কলকাতা শাখায় অধ্যাপনার সুযোগ দিচ্ছে। যারা উক্ত চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
সংস্থার নাম
সংস্থার নাম হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ অর্থাৎ এনআইটিটিটিআর।
শূন্য পদের সংখ্যা
মোট শূন্য পদ হলো চারটি।
কোন পদে নিয়োগ হবে?
চাকরিপ্রার্থীদের প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিয়োগ করা হবে।
বেতন
নিয়োগ পাওয়ার পর চাকরিপ্রার্থীরা পারিশ্রমিক হিসাবে ১ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা মাসিক বেতন পাবেন।
যোগ্যতা
যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কিংবা সমতুল্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের সুযোগ দেওয়া হবে। এছাড়া অন্য যেকোন শিক্ষায়তনে আট বছরের শিক্ষকতা অথবা গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি যে কোন স্বীকৃত সাইন্টিফিক জার্নালে অন্তত দশটি গবেষণাপত্র প্রকাশিত হতে হবে।
আবেদনকারীদের বয়সসীমা
- প্রফেসর পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব পঞ্চান্ন বছর হতে হবে।
- অ্যাসোসিয়েট প্রফেসর পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে।
আরও পড়ুন: ২০২৫-এ এক ঝাঁক সুযোগ, ডব্লিউবিপিএসসি বিবিধ নিয়োগ
আবেদন মূল্য
আবেদনকারীদের জন্য আবেদন মূল্য হিসেবে ১০০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের মাধ্যম
আবেদনকারীদের অফলাইনে আবেদন করতে এবং ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের পদ্ধতি
এনআইটিটিটিআর -এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে প্রদত্ত ফর্ম পূরণ করে, সাথে উল্লেখিত নথিপত্রগুলি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনকারীদের পত্র ২৮শে ফেব্রুয়ারির মধ্যে সংস্থার কাছে পৌঁছতে হবে।
এনআইটিটিটিআর -এর অফিসিয়াল ওয়েবসাইট
এনআইটিটিটিআর -এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল http://www.nitttrkol.ac.in