Google Map Polution Alert: কিছুদিন যাবৎ দেশের রাজধানী শহরের দূষণের মাত্রা বিপদসীমা ছাড়িয়েছে। জানেন আপনার এলাকার বাতাসের অবস্থা কেমন বা এর গুনগত মান কেমন রয়েছে! দিল্লির দূষণের অবস্থার আলোচনার মাঝে দেশের অন্যান্য রাজ্য ও বড় শহরগুলোর দূষণের মাত্রাও চর্চায় উঠে এসেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে জানানো হয়েছে কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকার বায়ুও ক্রমশ দূষিত হয়ে উঠছে। তবে আপনার এলাকার বাতাস কতটা দূষিত বা আদেও দূষিত কিনা সেটা জানারও উপায় রয়েছে। সাহায্য করবে গুগল ম্যাপ (Google Map Polution Alert)।
বাতাসের গুনগত মানের সূচক মাপা হয় AQI-এর মাধ্যমে। একিউআই কোথায় ভালো কোথায় খারাপ বা কোথায় অত্যন্ত খারাপ তার সম্পর্কে কেন্দ্রীয় দূষণ বোর্ডের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। জানা যাচ্ছে এই সূচক যদি ৫০ এর মধ্যে থাকে তবে সেটি স্বাভাবিক। ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়া ১০১ থেকে ২০০ থাকলে সামান্য খারাপ, ২০১ থেকে ৩০০ থাকলে খারাপ, ৩০১ থেকে ৪০০ থাকলে খুব খারাপ এবং ৪০১-৫০৯ হলে সেটিকে অতি ভয়ানক বলে নির্বাচিত করা হয়। দিল্লিতে এই সূচক এখন ৪৯৭! যা স্বাস্থ্যের জন্য অতি ভয়ংকর।
এক্ষেত্রে কলকাতাও পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গের রাজধানী শহরের কিছু জায়গায় গুনগত মানের সূচক বর্তমানে ২০০ ছড়িয়ে গিয়েছে। জানেন আপনার এলাকায় দূষণ বেড়েছে কতটা? জানতে হলে সাহায্য করবে প্রত্যেকের স্মার্ট ফোনে থাকা গুগল ম্যাপ (Google Map Polution Alert)। এতদিন আমেরিকা সহ অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের মতো আধুনিক দেশগুলিতে এই পরিষেবা দিচ্ছিল গুগল। তবে সম্প্রতি ভারতেও এই একই পরিষেবা দিতে চলেছে গুগল।
আরো পড়ুন: গিজার নাকি হিটার রড কোনটা ভালো? জানুন বিস্তারিত
AI এর সাহায্যে হাইপারলোকাল এয়ার কোয়ালিটি নামের একটি পরিষেবা দিচ্ছে গুগল ম্যাপ (Google Map Polution Alert)। যেখানে কোড সিস্টেম ব্যবহার করে বাতাসের গুনগত মানের ট্রাকার বানানো হয়েছে। এতে রয়েছে বিভিন্ন রং। এই রং দিয়েই গুনগত মান নির্দেশ করে বাতাসের গুনগত মান। গাঢ় লাল বাতাসের খারাপ অবস্থার কথা নির্দেশ করে, কমলা রং বিপদের আশঙ্কা দেখায় যা ভবিষ্যতে বিপদজনক হতে পারে আর মাঝারি বাতাসের মান হলে হলুদ রং দেখায়।
এবার মুঠো ফোনেই বাতাসের গুনগত মান জানতে হলে গুগল মাপের (Google Map Polution Alert) আপডেটেড ভার্সন ডাউনলোড করতে হবে। এরপর সার্চে গিয়ে যেই স্থানের দূষণ মাত্রা পরীক্ষা করতে চাইছেন সেই স্থানের নাম দিয়ে সার্চ করতে হবে। জায়গাটি ম্যাপে এলে ডান পাশের কোণে থাকা চৌকো আকৃতির লেয়ার অপশনে ক্লিক করতে হবে। সেখানেই নির্বাচিত এলাকার AQI পরীক্ষা করা যাবে।