Google Most asked Questions: আজ রাত পোহালেই বছর শেষ, এরপরই আসছে ২০২৫ নতুন বছর। সারা বছর ধরে ঘটেছে নানান ঘটনা। আর সেই সব বিষয় নিয়েই মানুষের মনে প্রশ্ন আসা অস্বাভাবিক নয়। আর সেসব প্রশ্নের উওর খোঁজ করতেই খুলে বসা হয় গুগল। আর প্রত্যেক বছর, বছর শেষের সময় গুগলের পক্ষ থেকে এই সব প্রশ্নের একটা তালিকা প্রকাশ করা হয়। চলতি বছরেও তার অন্যথা হয়নি। জানা গিয়েছে দেশের মানুষ কোন কোন প্রশ্ন বেশি বার জানতে চেয়েছে।
১. গুগল সার্চের সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্নগুলির মধ্যে (Google Most asked Questions) এবার খেলাধুলা বিশেষ জায়গা করে নিয়েছে। আর এর সব চেয়ে বেশি সার্চ হয়েছে IPL নিয়েই।
২. এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টি২০ ওয়ার্ল্ডকাপ। ১৭ বছর পর ২০২৪ সালে টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারত। আর এর পরই টি২০ ক্রিকেট থেকে রোহিত ও বিরাট নিজেদের অবসর ঘোষণা করেছেন।
৩. গুগলে সবচেয়ে বেশি জিজ্ঞাস্য বিষয়ের মধ্যে (Google Most asked Questions) তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় জনতা পার্টি বা BJP। আসলে চলতি বছরেই ভারত জুড়ে অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচন। সেখানে পুনরায় ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার।
৪. আবার এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে লোকসভা নির্বাচন। নির্বাচন এবং দল ভিত্তিক ফলাফল নিয়ে আগ্রহ দেখিয়েছে দেশের মানুষ।
আরো পড়ুন: মটন, চিকেন এখন অতীত, বাজারে হিট স্ট্রবেরি আইসক্রিম বিরিয়ানি
৫. গুগলে এর পরই সব চেয়ে বেশি জানতে চাওয়া হয়েছে (Google Most asked Questions) প্যারিস অলিম্পিক নিয়ে। জ্যাভেলিনে নীরজ চোপড়ার রূপা, মনু ভাকের শুটিংয়ের জোড়া ব্রোঞ্জ, ভারতীয় হকি টিমের রূপা জয় গর্বিত করেছিল ভারতীয়দের।
৬. এরপর সবচেয়ে বেশি জানতে চাওয়া হয়েছে গ্রীষ্মকালীন গরম বৃদ্ধির কারণ। বিশ্ব উষ্ণায়নের থেকে শুরু করে কবে গরম কমবে সবই জানতে চেয়েছেন দেশবাসীরা।
৭. এরপরই আসে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া (Google Most asked Questions) ব্যক্তি রতন টাটা। চলতি বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
৮. অষ্টম স্থানে রয়েছে রাজনৈতিক দল কংগ্রেস। এবছরের লোকসভা নির্বাচনে ৯৯টি আসনে জয় পেয়েছিল দলটি।
৯. নবম স্থানে রয়েছে প্রো কবাডি লীগ।
১০. তালিকার সর্বশেষ বিষয়টি হলো ইন্ডিয়ান সুপার লিগ।