Diwali Ladoos Offer: বর্তমানে সর্বত্রই অনলাইনের রমরমা। তা ক্যাশ ট্রান্সফার হোক অনলাইন কেনাকাটা হোক বা অনলাইন কাজকর্ম। আর সেই অনলাইনে গ্রাহকদের উৎসাহিত করতে পূজা-অনুষ্ঠানে চলে নানান অফার। তেমনি দিওয়ালিতে এক দুর্দান্ত অফার (Diwali Ladoos Offer) চালু করল অনলাইন লেনদেন সংস্থা Google Pay। সংগ্রহ করতে হবে শুধু লাড্ডু। তাহলেই আসন্ন দীপাবলিতে উপার্জন হবে অতিরিক্ত টাকা। কি এই অফারের নাম? কিভাবেই বা ক্যাশব্যাক পাওয়া যাবে? কত দিন চলবে এই অফার? জেনে নিয়ে এখনই শুরু করে দিন লাড্ডু সংগ্রহ। না হলেই লস আপনার।
অনলাইন লেনদেন সংস্থা Google Pay প্রতি বছরই দিওয়ালিতে দুর্দান্ত অফার চালু করে। সেরকমই চলতি বছরে দিওয়ালিতে ভারতবাসীকে উপহার দিতে চালু করল ‘লাড্ডু ক্যাম্পেইন’ অফার (Diwali Ladoos Offer)। যেখানে লাড্ডু সংগ্রহ করতে পারলেই গুগল পে তরফে ক্যাশব্যাক পাবে ভারতবাসী। তবে এই অফারে রয়েছে বেশ কিছু শর্ত। আর সেই শর্ত পূরণ করলেই হবে কেল্লাফতে।
প্রথমে জেনে নেওয়া যাক এই গুগল পে’র ‘লাড্ডু ক্যাম্পেইন’ অফার কিভাবে পাওয়া যাবে। এই অফার পেতে গেলে প্রথমে গুগল পে অ্যাপটি ওপেন করতে হবে। তারপর অ্যাপ খুলে যাওয়ার পর ঠিক তার নিচে রিওয়ার্ড সেকশন ওপেন করতে হবে। আর সেই রিওয়ার্ড সেকশনেই পাওয়া যাবে ‘লাড্ডু ক্যাম্পেইন’ অফার। সেই ‘লাড্ডু ক্যাম্পেইন’ অফারে ক্লিক করতে হবে। অপশনটি খুলে গেলে ক্লেম ফাইনাল রিওয়ার্ডে ক্লিক করে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করতে হবে।
আরো পড়ুন: ইউটিউব থেকে আয় হবে লাখ লাখ টাকা, শুধু মাথায় রাখতে হবে এই বিষয়গুলি
এই ‘লাড্ডু ক্যাম্পেইন’ অফারের নিয়ম হল ৬টি লাড্ডু সংগ্রহ করা। অর্থাৎ এই ‘লাড্ডু ক্যাম্পেইন’ অফার (Diwali Ladoos Offer) থেকে ক্যাশব্যাক পেতে গেলে ৬টি আলাদা আলাদা লাড্ডু সংগ্রহ করতে হবে। আর এই লাড্ডু সংগ্রহের জন্য ৬টি ভিন্ন ভিন্ন লেনদেন সম্পন্ন করতে হবে গুগল পে’তে। আর সেই শর্তগুলি পূরণ করলেই ব্যবহারকারী পেয়ে যেতে পারে ৫১ টাকা থেকে ১০০১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তবে উল্লেখ্য বিষয় একবার লেনদেন হয়ে গেলে পুনরায় সেই লেনদেন করা যাবে না।
কি কি শর্ত পূরণ করতে হবে? প্রথমত, কমপক্ষে ১০০ টাকার বিল পেমেন্ট বা মোবাইল রিচার্জ করতে হবে। দ্বিতীয়তঃ, ইউপিআইয়ের মাধ্যমে ক্রেডিট কার্ড ব্যবহার করে বিল পেমেন্ট করতে হবে। তৃতীয়ত, ন্যূনতম ১০০ টাকার স্ক্যান অ্যান্ড পে করতে হবে মার্চেন্টের কাছে। চতুর্থত, বন্ধুকে গুগল পে’র মাধ্যমে লাড্ডু পাঠাতে হবে। পঞ্চমত, বন্ধুর কাছ থেকেও গুগল পে’র মাধ্যমে লাড্ডু সংগ্রহ করতে হবে। ষষ্ঠত, ন্যূনতম ২০০ টাকার গিফট কার্ড কিনতে হবে গুগল পে থেকে। আর এই ৬টি লেনদেন পূরণ করলেই দিওয়ালিতে Google Pay থেকে উপহার পাবেন ব্যবহারকারীরা। আগামী ৭ ই নভেম্বর ২০২৪ পর্যন্ত চলবে এই ‘লাড্ডু ক্যাম্পেইন’ অফার (Diwali Ladoos Offer)। সুযোগ হাতছাড়া করতে না চাইলে শুরু করে দিন লাড্ডু সংগ্রহ করা।