Pan Card Application: ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি বা পরিচয় পত্র হলো PAN কার্ড বা পার্মানেন্ট একাউন্ট নাম্বার। এবার এই বিষয়েই বড় ঘোষণা করলো ভারতীয় কেন্দ্রীয় সরকার। মূলত নাগরিকদের পরিচয় সুরক্ষিত করতে পরিচয়পত্রগুলিতে একের পর এক নিয়মের পরিবর্তন আনে সরকার। এবার প্যান কার্ডের ক্ষেত্রে আনা হলো পরিবর্তন। করতে হবে নতুন প্যান কার্ড! আর এই প্যান প্রকল্পের নাম দেওয়া হয়েছে PAN 2.0!
সূত্রের খবর অনুযায়ী এবার প্যান কার্ড সংক্রান্ত নিয়মে বিশেষ পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। যার প্রভাব পড়তে চলেছে সকলের উপর। যার ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে পুরানো প্যান কার্ড তবে কি বাতিল হতে চলেছে! নতুন প্যান কার্ড বানানোর উপায়ও (Pan Card Application) জানতে চাইছেন নাগরিকরা। তবে এই বিষয়ে স্বচ্ছতা রেখে প্রশ্নের সমস্ত উত্তর দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশদে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ভারতীয় অর্থনৈতিক ক্যাবিনেট কমিটি সম্প্রতি আয়কর বিভাগীয় প্যান ২.০ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এটি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের সাথে সামঞ্জস্য রেখে নতুন করে কিউআর কোড উপলব্ধ প্যান কার্ড পেতে চলেছে। এর জন্য কেন্দ্রীয় সরকার ১৪৩৫ কোটি টাকা ধার্য্য করেছে। এই বিষয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন প্যান একটি গুরুত্বপূর্ণ নথি। ব্যবসায়ীদের ক্ষেত্রে এত অতি গুরুত্বপুর্ণ। এই নতুন প্রকল্পের (Pan Card Application) মাধ্যমে কিউআর কোডের সুবিধা দেওয়া হবে। যার মাধ্যমে প্যানটি আপগ্রেড করা যাবে। আবেদন করা যাবে অনলাইনেই।
আরো পড়ুন: এবার প্যান কার্ডের সাথে জুড়বে কিউআর কোড, সিদ্ধান্ত নিল মোদি সরকার
নতুন প্যান কার্ড তৈরির ক্ষেত্রে সরকারি তথ্যাবলী:
- কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যাঁদের ইতিমধ্যেই প্যান কার্ড (Pan Card Application) রয়েছে তাদের প্যান নাম্বার বদলানোর কোনো প্রয়োজন নেই। আগের নম্বরটি বৈধ থাকবে।
- নতুন এই প্যান প্রকল্পে পুরানো প্যান হোল্ডাররাও নতুন প্যান কার্ড পাবেন।
- নতুন কার্ডে কিউআর কোডের মতো বিশেষ বৈশিষ্ট্য থাকবে।
- পুরানো কার্ড হোল্ডারদের প্যান আপগ্রেডেশন হবে সম্পুর্ণ বিনামূল্যে।
- নতুন প্যান কার্ডের (Pan Card Application) জন্য গ্রাহকদের অনলাইনে আবেদন করতে হবে এবং পোস্টের মাধ্যমে সেটি সরকার থেকে গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
মূলত অনলাইন জালিয়াতি এড়াতে এবং ভারতীয় নাগরিকদের পরিচয় এবং আর্থিক নিরাপত্তা দিতেই এই নতুন পদ্ধতিতে প্যান কার্ডের (Pan Card Application) আপগ্রেডেশন করানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রতিটি গ্রাহকের কার্ডে একটি ইউনিক কিউআর কোড থাকবে যা ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের সামঞ্জস্য রেখে গ্রাহকদের সুবিধা প্রদান করবে।