PM Suraksha Bima Yojana: দেশের সাধারণ মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প এনেছে ভারতীয় কেন্দ্র সরকার। এবার সামনে এলো প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা! ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের শুভ সূচনা করেন। সরকারি এই প্রকল্পে কুড়ি লাখ টাকার বীমা সুরক্ষা দেওয়া হয় সাধারণ মানুষকে। তাও আবার মাত্র ২০ টাকার বিনিময়ে। তাহলে চলুন জেনে নিই কারা এবং কিভাবে আবেদন করতে পারবেন!
বর্তমানে গোটা ভারত জুড়ে অগণিত সরকারি, আধা সরকারি এবং বেসরকারি বীমা যোজনা প্রকল্প চালু রয়েছে। বেসরকারি ক্ষেত্রেও অনেকে বীমা করে থাকেন। তবে স্বল্প টাকা জমিয়ে ভালো লাভ পেতে সরকারি যোজনার জুরি মেলা ভার। আর এই তালিকার প্রথমে আসে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PM Suraksha Bima Yojana)! মাত্র ২০ টাকা জমিয়ে কুড়ি লক্ষ টাকার সুবিধা দিচ্ছে এই ভারতীয় কেন্দ্রীয় সরকারী বীমা যোজনা।
ভারতীয় কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে পরিচালিত এই বীমা যোজনার (PM Suraksha Bima Yojana) শুরু হয় ২০১৫ সালে। এটি একটি দুর্ঘটনা বীমা প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী বীমাকৃত কোনো ব্যক্তিকে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভার দেওয়া হয়ে থাকে। যেকোনো ভারতীয় নাগরিক যাদের বয়স ১৮ বছর থেকে ৭০ বছরের মধ্যে তারা প্রত্যেকেই এই বীমায় বিনিয়োগ করে এর সুবিধা ভোগ করতে পারেন। এর জন্য বছরে মাত্র ২০ টাকা জমাতে হবে এবং প্রতিবছর বীমাটি রিনিউ করতে হবে।
আরো পড়ুন: পেনশনের ক্ষেত্রে আনা হল বিরাট বদল, কি বলছে বর্তমান নিয়ম
ভারত সরকারের দ্বারা পরিচালিত এই প্রকল্পে (PM Suraksha Bima Yojana) কোনো পলিসিহোল্ডার যদি দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে মোট দুই লক্ষ টাকার অর্থ সাহায্য দেওয়া হবে। দুর্ঘটনায় অঙ্গহীন হলেও দেওয়া হয় অর্থ সাহায্য। এক্ষেত্রে চোখের দৃষ্টিশক্তি হারালে দুই লক্ষ টাকা, উভয় হাত বা পা বিকল হলে দু লক্ষ টাকা, একটি হাত বা একটি পা বা একটি চোখ হারায় তবে এক লক্ষ টাকার অর্থ সাহায্য পাবেন।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার (PM Suraksha Bima Yojana) আবেদন অফলাইন এবং অনলাইন উভয় ভাবেই করা যাবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে এই যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর ভাষা এবং ফর্ম বেছে নিয়ে তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরন করতে হবে। এর সাথে প্রয়োজনীয় নাথিও স্ক্যান করে জমা দিতে হবে। অফলাইনে আবেদন করতে চাইলে সরাসরি নিকটবর্তী ব্যাংকে গিয়ে আবেদন করতে হবে।