Great Indian Kapil Show: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মশকরা! আইনি হুঁশিয়ারি শ্রীজাতর

Great Indian Kapil Show: বাংলা ভাষা ও সংস্কৃতি সকল বাঙালির গর্ব। সাথে বাঙালিদের প্রিয় কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যাঁকে বিশ্বকবি হিসেবে ভূষিত করা হয়। শুধু তাই না, শ্রেষ্ঠ সাহিত্যিকও বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ে (Great Indian Kapil Show)। তাও আবার এক বাঙালি অভিনেত্রীর সামনে। যা দেখে রেগে বম বাঙালি কবি শ্রীজাত। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোষ্টে ক্ষোভ প্রকাশ তার। এই অসম্মান অবমাননার বিরুদ্ধে কপিল শো’কে হুঁশিয়ারি জানালেন তিনি। ঠিক কি বললেন শ্রীজাত?

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন বাঙালি কবি শ্রীজাত। শিরোনামে লেখেন বাংলা ভাষা-সংস্কৃতি কী সবসময়ই খোরাক? এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে এখানেই শেষ না, এর পরেই তিনি বলেন কয়েকদিন আগেই নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ (Great Indian Kapil Show)এর একটি পর্ব সংযোজিত হয়েছে। যে পর্বতে উপস্থিত ছিলেন বাঙালি অভিনেত্রী কাজল এবং কৃতি শ্যানন। আর সেই পর্ব চলাকালীন মাঝখানে উপস্থিত হন কপিল শো’য়ের কৌতুকতারকা ক্রুষ্ণা অভিষেক। আর সেই সময়ে অপমানের শিকার হন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির ‘একলা চলো রে’ গানটি ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তায় উপস্থাপনা করেন ক্রুষ্ণা। যা দেখে অপমানে লাগে শ্রীজাতর। আর সেই কদর্য উপস্থাপনার বিরুদ্ধে অভিযোগ আনে বাঙালি কবি।

শ্রীজাতর কথায়, হঠাৎ করেই কবিকে নিয়ে এই মশকরা করা হয়নি। আগে থেকেই এই চিত্রনাট্য সাজানো হয়েছিল। সম্ভবত অভিনেত্রী কাজল বাঙালি বংশোদ্ভুত বলেই তারা রবীন্দ্রনাথের এই গানকে ঠাট্টা সরঞ্জাম হিসেবে বেছে নেন। যা বাংলার জন্য অত্যন্ত অপমানজনক। আর সেই অপমানের বিরুদ্ধেই আইনি হুঁশিয়ারি দেন শ্রীজাত। তিনি জানান, সমস্ত কিছুরই একটা নির্দিষ্ট সীমা থাকে। কিন্তু টিআরপির জন্য কাকে কি বলছি, কোথায় কি বলছে সেটা না ভেবে সীমা লঙ্ঘন করা উচিত নয়। আর সেই আর সেই সীমা যাতে লঙ্ঘন না করে তা মনে করিয়ে দেওয়ার জন্যই এই পোস্ট শ্রীজাতর।

আরো পড়ুন:  অপেক্ষার অবসান! আসতে চলেছে ‘পঞ্চায়েত সিজন ৪’

এর সাথে সাথে হুঁশিয়ারি দিয়ে শ্রীজাত বলেন, বাংলা ভাষা-সংস্কৃতিকে নিয়ে কপিল শো’য়ে (Great Indian Kapil Show) যে হাসি-ঠাট্টা করা হয়েছে তার জন্য যেন শো’এর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়। সংশ্লিষ্ট পর্বের অংশটি পূর্নসম্পাদন করারও দাবি জানিয়েছেন শ্রীজাত। আর এই সমস্ত কিছুর জন্য তিনি ৭ দিনের সময় দিয়েছেন। ২০২৪ সালের ৭ই নভেম্বরের মধ্যে তার দাবি গৃহীত না হলে তিনি আইনি পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন। উল্লেখিত বিষয়ের শ্রেষ্ঠ আইনজীবীর সাথে পরামর্শ করেই তিনি এই পোস্ট করেছেন। তাই এই সাত দিনে কি হয় সেটাই দেখার।

প্রসঙ্গত, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ (Great Indian Kapil Show) একটি রঙ্গমঞ্চ। যা দর্শকমহলে বেশ জনপ্রিয়। নতুন নতুন পর্বে বিভিন্ন তারকারা উপস্থিত হন। আর তাদেরকে নিয়েই চলে রঙ্গ তামাশা। শো সঞ্চালক কাপিল শর্মার কমেডিয়ান দেখেও প্রশংসায় পঞ্চমুখ হন অনুরাগীরা। তবে সংশ্লিষ্ট পর্বে হাসি-ঠাট্টা করতে গিয়ে তাল-জ্ঞান ভুলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মশকরা করায় ক্ষুব্ধ হন বাঙালি কবি শ্রীজাত। আর সেই প্রেক্ষিতেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন শ্রীজাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *