Govt Jobs: IRCTC-তে সরকারি চাকরির দুর্দান্ত সুযোগ, দিতে হবেনা কোনো লিখিত পরীক্ষা

Govt Jobs: দীর্ঘদিন ধরে আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার সামনে এসেছে দুর্দান্ত সুযোগ। দীর্ঘদিন ধরে রেলে চাকরি করার স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে তা খুব শীঘ্রই পূরণ হতে পারে। আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আইআরসিটিসি সম্প্রতি বাম্পার নিয়োগের ঘোষণা করেছে। যোগ্য ছেলেমেয়েরা দেরি না করে আবেদন করুন এখানে। এই পরীক্ষাতে হবেনা কোনোরকম লিখিত পরীক্ষা, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবেনা। এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন কোন কোন পদে নিয়োগ করা হবে, কি যোগ্যতার প্রয়োজন বা আবেদন করতে হলে কী কী লাগবে?

চাকরির বিস্তারিত খুঁটিনাটি

IRCTC-র (Govt Jobs) পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় রেলে বিশেষ কিছু পদে কর্মী নিয়োগ হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার এবং ফিনান্স সহ একাধিক পদে লোক নেওয়া হবে শীঘ্রই। এই পদে মহিলা এবং পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন?

বিজ্ঞপ্তিতে দেওয়া পদগুলির জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনাকে প্রথমে যেতে হবে আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট irctc.com এ। এখানে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ মনে রাখুন ৭ নভেম্বর ২০২৪।

কোন কোন পদে নিয়োগ করা হবে?

ভারতীয় রেলের যে পদে কর্মী নিয়োগ (Govt Jobs) করা হবে সেগুলি হল ডেপুটি জেনারেল ম্যানেজার / ফিনান্স (কর্পোরেট অফিস, নয়াদিল্লি) – ও ডেপুটি জেনারেল ম্যানেজার/ফিনান্স (ওয়েস্ট জোন, মুম্বই)।

শূন্যপদ কতগুলি?

রেলের এই চাকরিতে (Govt Jobs) ১টি, ১টি করে পদে কর্মী নিয়োগ করা হবে। প্রথম পদে নিয়োগের পর আপনাকে আইআরসিটিসির প্রধান কার্যালয়ে অর্থসংক্রান্ত কাজের দায়িত্ব পালন করতে হবে। যদি কেউ দ্বিতীয় পদের জন্য আবেদন করেন তাহলে আইআরসিটিসির মুম্বাই অফিসে আর্থিক ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে।

কত বেতন??

IRCTC-তে এই চাকরির জন্য বেতন কত জানুন আজকের প্রতিবেদনে। আপনি যদি এজিএম/ডিজিএম পদে চাকরি পান তাহলে আপনি ১৫, ৬০০ টাকা থেকে ৩৯, ১০০ টাকা অবধি বেতন পাবেন। এছাড়াও ডেপুটি জেনারেল ম্যানেজার পদে চাকরি পেয়ে যান তাহলের আপনি মাস গেলে ৭০, ০০০ টাকা থেকে ২, ০০, ০০০ টাকা অবধি বেতন পেয়ে যাবেন।

শিক্ষাগত যোগ্যতা

রেলওয়ে কিংবা রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার প্রার্থীদের যে কোনও শাখায় ডিগ্রি থাকতে হবে। আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন তাহলে সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে আবেদন করতে পারবেন। পিএসইউ প্রার্থীদের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতা প্রয়োজন। অ্যাকাউন্টস, ফিনান্স বা ট্যাক্সেশনের মতো বিভাগে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫৫ বছর। অর্থাৎ যাদের বয়স ৫৫ বছর বা তার কম হবে এই পদের জন্য তারাই বিবেচিত হবেন।

আরো পড়ুন:  মাস প্রতি ২২,০০০ টাকা বেতন, শীঘ্রই আবেদন করুন এই চাকরিতে

কিভাবে নির্বাচন করা হবে?

কোনোরকম লিখিত পরীক্ষা হবেনা। শুধু ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হবে। সাক্ষাৎকারের সময় এপিএআর, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, সাধারণ সচেতনতা ও যোগাযোগ দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের কাগজপত্রও খতিয়ে দেখা হবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • দশম ও দ্বাদশ শ্রেণীর স্কুল পাশ মার্কশিট ও সার্টিফিকেট।
  • স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিট।
  • নিয়োগপত্র, যোগদানের আদেশ, গত তিন মাসের বেতন স্লিপ।
  • এপিএআর/এসিআর রিপোর্ট: বিগত চার বছরের বার্ষিক মূল্যায়ন রিপোর্ট ।
  • এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।
  • স্যালারি স্লিপ।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

অফিসিয়াল ওয়েবসাইট https://irctc.com/ থেকে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিলআপ করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *