GRSE Recruitment: গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদন পদ্ধতি

GRSE Recruitment: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে সরকারি সংস্থা গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। কিছুদিন আগেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তি অনুসারে স্থায়ী এবং অস্থায়ী কিছু পদে নিয়োগ করা হবে কর্মীদের। এর জন্য অফলাইন কিংবা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গেছে।

জানা যাচ্ছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সংস্থাটিতে (GRSE Recruitment) টেকনিক্যাল, মেডিক্যাল এবং ফাইন্যান্স বিভাগে কর্মিনিয়োগ করা হবে। এর মধ্যে প্রজেক্ট সুপারিনটেনডেন্ট, ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এবং ম্যানেজার পদে কর্মী নিয়োগ হবে বলে জানিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা ২৪টি।

বিভিন্ন পদে আবেদনের জন্য সর্বাধিক ৫৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে প্রতিটি পোস্টের বয়সসীমা আলাদা। এছাড়াও সংরক্ষিত কাস্টের প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের বেতন সব পদের হিসেবে সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে শুরু করে ২,৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

আরো পড়ুন: ১৪০৫২টি শূন্যপদে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

এক্ষেত্রে বিভিন্ন পদে আবেদনের (GRSE Recruitment) জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার আলাদা মাপকাঠি ধরা হয়েছে। মূল বিজ্ঞপ্তিতে যোগ্যতা সম্পর্কে বিশদে জানানো হয়েছে। আবেদন করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

এর জন্য আগ্রহীদের সংস্থার (GRSE Recruitment) অফিসিয়াল ওয়েবসাইটে নথি সহ আবেদন করতে হবে। আবেদনের মূল্য হিসেবে সংরক্ষিত শ্রেণীর বাইরের প্রার্থীদের ৫৯০ টাকা দিতে হবে। এরপর আবেদনপত্র সহ সমস্ত নথি বিজ্ঞপ্তিতে বলা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই পাঠাতে হবে নথি। আর এই নথি পাঠানোর শেষ তারিখ ১৮ই এবং ২৫শে নভেম্বর ঠিক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *