IPL 2025: টুর্নামেন্ট শুরুর আগে বড় ধাক্কা! নতুন মালিকানায় গুজরাট টাইটানস

IPL 2025: আইপিএল ২০২৫ মরশুম শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, আর তার আগেই ঘটল এক বড় পরিবর্তন! টুর্নামেন্টের ১৮তম আসর শুরু হওয়ার ঠিক পাঁচ দিন আগে, প্রাক্তন চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মালিকানা বদলে গেল। গুজরাটের বিখ্যাত টরেন্ট গ্রুপ সোমবার, ১৭ মার্চ, আনুষ্ঠানিকভাবে দলটির অধিকাংশ শেয়ার কিনে নিয়েছে।

এই পরিবর্তন অনেক ক্রিকেটপ্রেমীর জন্যই বিস্ময়ের কারণ। কারণ মাত্র তিন বছর আগে সিভিসি ক্যাপিটালস গুজরাট টাইটানসের মালিকানা পেয়েছিল এবং প্রথম মরশুমেই দলটি আইপিএল ট্রফি জিতে নেয়। তবে ব্যবসায়িক কৌশল ও বিনিয়োগ পরিকল্পনার কারণেই এবার মালিকানার পরিবর্তন ঘটল। নতুন মালিকানার ফলে দলের ভবিষ্যৎ কেমন হবে, সেটি নিয়ে এখন জল্পনা চলছে।

গুজরাট টাইটানসের নতুন মালিক কে?

২০২১ সালে আইপিএলে যোগ দেওয়া গুজরাট টাইটানস নিলামে ৫৬০০ কোটি টাকায় কেনে সিভিসি ক্যাপিটালস। এটি ছিল আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি। প্রথম মরশুমেই দলটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২০২২ সালে চ্যাম্পিয়ন হয় এবং নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করে।

এতদিন ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করছিল ইরেলিয়া স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যা মূলত সিভিসি ক্যাপিটালসের সহযোগী সংস্থা। তবে এবার টরেন্ট গ্রুপ ফ্র্যাঞ্চাইজিটির ৬৭ শতাংশ মালিকানা কিনে নিয়েছে, ফলে এখন তারাই দলের প্রধান নিয়ন্ত্রক। সিভিসি ক্যাপিটালসের হাতে এখনও ৩৩ শতাংশ শেয়ার থাকছে, যার অর্থ তারা এখনও কিছুটা নিয়ন্ত্রণ রাখবে।

টরেন্ট গ্রুপ কী ধরনের কোম্পানি?

টরেন্ট গ্রুপ ভারতের অন্যতম প্রধান ব্যবসায়িক প্রতিষ্ঠান, যা মূলত বিদ্যুৎ ও ফার্মাসিউটিক্যাল খাতে কাজ করে। আহমেদাবাদ-ভিত্তিক এই কোম্পানিটি ভারতের অন্যতম বড় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। এছাড়া, ওষুধ শিল্পেও এদের ব্যাপক প্রভাব রয়েছে। দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে সাফল্যের সঙ্গে কাজ করার পর এবার তারা ক্রীড়াক্ষেত্রেও বিনিয়োগ করল।

আইপিএলের (IPL 2025) মতো জনপ্রিয় এবং লাভজনক টুর্নামেন্টে একটি দলের মালিকানা নেওয়া নিঃসন্দেহে টরেন্ট গ্রুপের জন্য একটি বড় পদক্ষেপ। তাদের নতুন দৃষ্টিভঙ্গি ও বিনিয়োগ পরিকল্পনা কেমন হয়, সেটি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

কত টাকায় কেনা হলো?

এই চুক্তির নির্দিষ্ট অর্থমূল্য প্রকাশ করা হয়নি, তবে এটি যে বিশাল অঙ্কের, তা নিয়ে কোনও সন্দেহ নেই! ২০২১ সালে যখন গুজরাট টাইটানস নিলামে উঠেছিল, তখন এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া দল ছিল। সবচেয়ে ব্যয়বহুল দল ছিল লখনউ সুপার জায়ান্টস, যেটি গোয়েঙ্কা গ্রুপ কিনেছিল ৭০০০ কোটি টাকারও বেশি মূল্যে।

আরও পড়ুন: এফএসডিএলের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন ভারতীয় ফুটবল, ক্ষতি হয়েছে ৫ হাজার কোটি

বিশেষজ্ঞদের ধারণা, এবারও এই চুক্তির আর্থিক পরিমাণ কয়েক হাজার কোটির কম নয়। গুজরাট টাইটানসের ব্র্যান্ড ভ্যালু অনেক বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে তাদের শিরোপাজয়ী পারফরম্যান্সের কারণে। তাই, নতুন বিনিয়োগকারীরা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেই দলটির মালিকানা নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

গুজরাট টাইটানসের ভবিষ্যৎ কী হবে?

মালিকানা পরিবর্তনের ফলে দল পরিচালনায় কিছু পরিবর্তন আসতে পারে। কোচিং স্টাফ, প্লেয়ার ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজিতে নতুন দৃষ্টিভঙ্গি যোগ হতে পারে। তবে দলে বড় কোনও পরিবর্তন হবে কি না, সেটি এখনই বলা কঠিন। টরেন্ট গ্রুপ যদি নতুন খেলোয়াড় দলে নেয় বা কোনও বিশেষ কৌশল গ্রহণ করে, তাহলে গুজরাট টাইটানস আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। নতুন মালিকানায় দলটি আইপিএল ২০২৫-এ (IPL 2025) নতুন চমক দেখাতে পারে, যা ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে তুলবে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন, ক্যাপ্টেন শুভমান গিলের ভবিষ্যৎ কী? নতুন মালিকরা কি অধিনায়কত্বে কোনও পরিবর্তন আনবেন? কোচিং স্টাফদের কোনো রদবদল হবে? এসব প্রশ্নের উত্তর মিলবে আইপিএল ২০২৫ (IPL 2025) মরশুম শুরু হলে। গুজরাট টাইটানসের মালিকানা বদলের খবরে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন উঠেছে। নতুন পরিচালনার অধীনে দলটি কীভাবে পারফর্ম করবে, সেটি দেখার জন্য সবাই অপেক্ষা করছেন। টরেন্ট গ্রুপের আগমনে দল কতটা এগিয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। নতুন বিনিয়োগের ফলে গুজরাট টাইটানস কি আবারও চ্যাম্পিয়ন হতে পারবে? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *