Gulshan Colony: গুলশান কলোনির জনসংখ্যা প্রায় ২ লক্ষ, ভোটার মাত্র ২৮০০

Gulshan Colony: গুলশান কলোনির জনসংখ্যা প্রায় ২ লক্ষ, ভোটার মাত্র ২৮০০। জলাজমি বুজিয়ে বেআইনিভাবে গড়ে উঠেছে গুলশান কলোন। ই এম বাইপাসের পূর্ব পারে অবস্থিত এই কলোনি সম্প্রতি সংবাদের শিরোনামে উঠে এসেছে। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। তারপর থেকেই গুলশান কলোনির নাম ঘুরছে সবার মুখে মুখে। কিন্তু এবার এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই কলোনি সম্পর্কে। জানা গেছে এই অবৈধভাবে গড়ে ওঠা কলোনির জনসংখ্যা প্রায় ২ লক্ষ কিন্তু ভোটার মাত্র ২৮০০ জন।

গুলশান কলোনির স্থানীয় বাসিন্দার সংখ্যা এবং ভোটারের সংখ্যার মধ্যে এই তারতম্য রীতিমত প্রশ্ন তুলছে। তথ্যসূত্রে জানা গেছে, ২০০৯ সাল থেকে তৃণমূল ভবনের পিছনে সংরক্ষিত জলাজমি ভরাটের কাজ শুরু হয়েছিল। সেই জলজমি ভরাট করেই তৈরি হয়েছে বর্তমানের এই গুলশান কলোনি (Gulshan Colony) সমীক্ষা বলছে অবৈধভাবে গড়ে ওঠা কলোনিতে রয়েছে প্রায় ৭০০টি বাড়ি। একেবারে ঝুপড়ি বাড়ি নয়, রীতিমত চারতলা, ছয়তলা বাড়িও রয়েছে সেখানে। এখানকার মোট বাসিন্দার সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার।

২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত চলেছে জলাজমি ভরাটের কাজ। মাত্র দু বছরের মধ্যে জলাজমি ভরাট করে রাতারাতি গড়ে উঠেছে গুলশান কলোনি (Gulshan Colony)। একের পর এক গজিয়ে উঠেছে বহুতল আবাসন। কিন্তু এই সময়কালের মধ্যে এই নির্দিষ্ট এলাকায় কোন প্রকার জনগণনা করা হয়নি। আর সেই কারণে এখানকার স্থানীয় বাসিন্দাদের জনসংখ্যা সম্পর্কে সঠিক কোন তথ্য সরকারের কাছে ছিল না। সম্প্রতি একটি সমীক্ষার মাধ্যমে গুলশান কলোনির জনসংখ্যা প্রকাশ্যে এসেছে। জানা গেছে এই এলাকায় বর্তমানে ১ লক্ষ ৯৫ হাজার মানুষ বসবাস করেন। কিন্তু এদের মধ্যে ভোটারের সংখ্যা মাত্র ২৮০০ জন।

আরো পড়ুন: এলো নতুন নিয়ম! পাকা বাড়ি থাকলেও দেওয়া হবে নতুন বাড়ি

স্থানীয়দের জনসংখ্যা এবং বৈধ ভোটারের সংখ্যার মধ্যে এতটা পার্থক্য কিভাবে হয়? স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষকে এই প্রশ্ন করা হলে তিনিও এই বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এখানে ভোটারের সংখ্যা খুবই কম। তিন হাজারের কাছাকাছি। মূলত বাইরে থেকে এসেই লোকজন এখানে থাকেন। ভোটারের সংখ্যা কম হলেও স্থানীয়দের প্রত্যেককেই সমস্ত পরিষেবা দিতে হয় বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে মন্ত্রী তথা বিধায়ক জাভেদ খান বলেন – ‘বারুইপুর, ক্যানিং বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এই এলাকায় থাকে। বাইরে থেকে কেউ যদি এসে থাকেন তাহলে কি করব?’

বিজেপির পক্ষ থেকে এই গুলশান কলোনি (Gulshan Colony) নিয়ে বেশ কিছু বিরূপ মন্তব্য করতে শোনা গেছে। তারা জানিয়েছে গুলশান কলোনি বর্তমানে ছোটখাটো বাংলাদেশ হয়ে উঠেছে। বাংলাদেশী এবং রোহিঙ্গাদের আবাদ যাতায়াত রয়েছে এই এলাকায়। বিজেপির এই তথ্য একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। কারণ স্থানীয়দের মোট জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার মধ্যে থাকা এই বিরাট পার্থক্য। এই পার্থক্যটিকে লক্ষ্য রেখে যেকোনো সম্ভাবনাই একেবারে উড়িয়ে দিতে পারবে না সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *