US Presidential Election 2024: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই ট্রাম্প-কমলার! কে পাবে প্রেসিডেন্ট পদ

US Presidential Election 2024: প্রতি দেশেই শাসনকার্য পরিচালনা করার জন্য বেশ কিছু পদ উপস্থাপন করা হয়। যে পদগুলিতে ভোটাভুটির মাধ্যমে জয়ী প্রার্থীকে বসানো হয়। সেরকম একটি পদ হলো প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি পদ। আজ ৫ই নভেম্বর মঙ্গলবার মার্কিন মুলুকে রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন (US Presidential Election 2024)। সকাল ৭টা থেকে ৯টার মধ্যেই শুরু হয়ে যাবে ভোট গ্রহণ পর্ব। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে কোন প্রার্থী কোন দল থেকে দাঁড়িয়েছে? কোন কোন পদ্ধতি মেনে হবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন?

প্রসঙ্গত আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন হয় বেশ কয়েকটি ধাপ মেনে। যেমন পার্টি প্রাইমারিজ, মনোনয়ন, নির্বাচনী প্রচার এবং ইলেক্টোরাল কলেজ সিস্টেম। তবে এই ধাপের পাশাপাশি ভোটদান পর্বে বেশ কিছু শর্ত মানা হয়। যেমন ভোট দেওয়ার জন্য মার্কিন নাগরিকের বয়স হতে হবে ১৮ উর্ধ্ব। এছাড়াও মার্কিন নাগরিকের কোনো ক্রাইম রেকর্ড থাকা যাবে না। থাকলে সেই ব্যক্তির ভোটাধিকার প্রয়োগের অধিকার খারিজ করা হতে পারে।

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে (US Presidential Election 2024) কোন কোন প্রার্থী কোন কোন দল থেকে দাঁড়িয়েছেন? জানা গিয়েছে রিপাবলিকানদের প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট পার্টি থেকে হিসেবে দাঁড়িয়েছেন কমলা হ্যারিস। ইনি এই প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে আমেরিকার প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হবেন। চেজ অলিভার দাঁড়িয়েছেন লিবারটারিয়ান পার্টির প্রার্থী হয়ে। গ্রীন পার্টির হয়ে লড়বেন জিল স্টেইন। অপরদিকে কর্নেল ওয়েস্ট প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন নির্দল প্রার্থী হিসেবে।

এবার জেনে নেওয়া যাক মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিগুলি। সাধারণত যে ব্যক্তি বেশি ভোট পান তিনি সেই পদ গ্রহণ করেন। কিন্তু আমেরিকাতে এই নিয়ম নয়। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেক্টোরাল কলেজ সিস্টেমের মাধ্যমে। অর্থাৎ প্রতিটি অঙ্গরাজ্যের নির্বাচনে জয়-পরাজয় নির্ধারিত হয়। মোট ৫০টি অঙ্গরাজ্যে যে প্রার্থী জয়ী হবেন সেই প্রার্থী সেই রাজ্যের সমস্ত ইলেক্টোরাল ভোট পেয়ে যাবেন। মূলত সাধারণ ভোটারদের মাধ্যমে যে প্রার্থী জয়ী হন সমানুপাতে ইলেক্টোরাল ভোট সেই প্রার্থী পান। উল্লেখ্য বিষয় আমেরিকায় ইলেক্টোরাল কলেজে মোট ভোটের সংখ্যা রয়েছে ৫৩৮ টি।

আরো পড়ুন: একাধিক ভারতীয় সংস্থাকে নিষিদ্ধ করলো আমেরিকা, উঠলো বিস্ফোরক অভিযোগ

এছাড়া রয়েছে আরো একটি পদ্ধতি যার নাম পপুলার ভোট। এই পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণের দিন রাতেই ঘোষণা করা হয় সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম। পরবর্তীতে সব ইলেক্টরদের ভোটগ্রহণের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় জয়ী প্রার্থীর নাম। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে (US Presidential Election 2024) ডিসেম্বরের মধ্যে সব ইলেক্টরদের ভোট নেওয়া হয়ে যাবে। ৬ই জানুয়ারি হবে ভোট গণনা পর্ব। তারপরেই ২০শে জানুয়ারি জয়ী প্রার্থীকে প্রেসিডেন্ট পদে বসানো হবে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তবে এই নভেম্বরে শুধু মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন (US Presidential Election 2024) নয়। পাশাপাশি মার্কিন সংসদের উচ্চকক্ষের সেনেটর নির্বাচন, আমেরিকার সংসদের নিম্নকক্ষ কংগ্রেসের নতুন সদস্য নির্বাচনও হবে। যার নিয়ম অনুযায়ী নির্বাচনের দিনেই জানিয়ে দেওয়া হবে সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম। তবে এক্ষেত্রে রাষ্ট্রপতি সম্ভাব্য জয়ী প্রার্থীর নাম ঘোষণা করতে কিছুদিন সময় লাগতে পারে। ইতিমধ্যেই প্রায় ৭.৫ লক্ষ মানুষ ভোট পর্ব সেরে ফেলেছেন। আজও ভোট দানের লাইনে দাঁড়াবেন প্রায় লাখ লাখ মানুষ। শুধু জানার অপেক্ষা কে পাবেন সেই রাষ্ট্রপতি পদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *