Bikes Under 1Lakh: ভারতের বাজারে কমিউটার বাইকের বাজারগত চাহিদা সবসময় বেশি পরিলক্ষিত হয়। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা এই বাইকগুলির কম খরচকে চিহ্নিত করেন। এর দুর্দান্ত মাইলেজ যাতায়াতের খরচ কমিয়ে বাইকগুলির ব্যবহার আরও আকর্ষণীয় করে তোলে। সাথে এইসব বাইকের শক্তিশালী ইঞ্জিন টেকসই পরিষেবা দিতে পারে। এর উপরে সব থেকে বড় বিষয় হলো বৈকগুলির দাম! সাশ্রয়ী বাজেটে নতুন বাইক কিনতে চাইলে জেনে নিন সেরা পাঁচ বাইক সম্পর্কে!
১. হিরো স্পেলেন্ডার প্লাস
ভারতের বাজারে হিরোর এই বাইকটি বেশ জনপ্রিয়। এক লক্ষ টাকার মধ্যে অন্যতম সেরা একটি বাইক (Bikes Under 1Lakh) হলো হিরো স্পেলেন্ডার প্লাস। এতে রয়েছে ৪স্ট্রোক, সিঙ্গল সিলিন্ডার এবং ৯৭.২২সিসি ইঞ্জিনের সুবিধা। ইঞ্জিনটিতে ৮০০০ rpm-এ ৭.৯ bhp শক্তি এবং ৬০০০ rpm-এ ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে i3s টেকনোলজির সুবিধাও পাওয়া যাবে। সাথে ৭০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিচ্ছে এই বাইকটি যার মূল্য রাখা হয়েছে ৭৬,৬৭৬ টাকা।
২. হন্ডা সাইন ১২৫
এটিও সেরা এক লাখ টাকার বাইকের (Bikes Under 1Lakh) তালিকায় রয়েছে। এতে একটি ৪ স্ট্রোক, এসআই, BS VI কমপ্লয়েন্টসহ ১২৩.৯৪ সিসির ইঞ্জিন রয়েছে। যেটি ১০.৫ bhp শক্তি এবং ১১ Nm টর্ক উৎপন্ন করতে পারে। সাথে পাওয়ার টেকনোলজির সুবিধা রয়েছে। এতে সর্বচ্চো ৫৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাবেন গ্রাহকরা। এর মূল্য রাখা রয়েছে ৮১,২৫১ টাকা।
৩. বাজাজ প্ল্যাটিনা ১০০
এক লক্ষ টাকার মধ্যে দুর্দান্ত ফিচারের বাইকের (Bikes Under 1Lakh) তালিকার পরবর্তী বাইকটি হলো বাজাজ প্ল্যাটিনা ১০০! এতে একটি DTS-i ১০২সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি ৭৫০০ rpm-এ ৭.৭ bhp শক্তি এবং ৫৫০০ rpm-এ ৮.৩ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এর ইঞ্জিনটি গ্রাহকদের দুর্দান্ত ফুয়েল এফিসিয়েনসির সাথে ৭০ কিলোমিটারের মাইলেজ দেয়। এর বাজার মূল্য রয়েছে ৬৮,৬৮৫ টাকা।
আরো পড়ুন: সস্তায় এবার দারুন স্মার্টফোন আনলো শাওমি! জলের দরে দুর্ধর্ষ সব ফিচার
৪. টিভিএস রেডার ১২৫
আকর্ষণীয় লুকস সহ বাইকটিতে (Bikes Under 1Lakh) এয়ার এন্ড ওয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার ১২৫সিসি SI ইঞ্জিন থাকছে। যেটি ৭৫০০ rpm-এ ১১.২ bhp শক্তি এবং ৬০০০ rpm-এ ১১.২ Nm তৈরি করতে পারে। এতে পাওয়া যাচ্ছে ৭১.৯৪ কিলোমিটারের মাইলেজও। আর এর দাম রাখা হয়েছে ৯৮,৩৮৯ টাকা।
৫. টিভিএস স্পোর্ট
সেরা এক লক্ষ্য টাকার বাইকের (Bikes Under 1Lakh) তালিকার আলোচনার শেষ বাইকটি হলো টিভিএস স্পোর্ট। এতে ফুয়েল ইনজেকশন, সিঙ্গেল সিলিন্ডার এবং এয়ার কুলড স্পার্ক ইগনিশন সহ ১১০সিসি ইঞ্জিন রয়েছে। যেটি ৮.০৮ bhp শক্তি এবং ৮.৭ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। সাথে ইকো থ্রাস্ট ফুয়েল ইনজেকশন টেকনোলজির সাহায্য পাওয়া যাবে। এই দুর্দান্ত বাইকটির মূল্য ধার্য্য হয়েছে ৫৯,৮৮১ টাকা।