Kolkata Airport: কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মোটামুটি ১৯০০ শতকের গোড়ার দিকে ইংরেজ আমলে প্রতিষ্ঠা হয়েছিল। প্রথমে এর নাম ছিল ক্যালকাটা এ্যারোড্রোম। এরপর ১৯২৪ সাল থেকে শুরু হয় বিমান পরিষেবা। বর্তমানে চলছে ২০২৪ সাল। অর্থাৎ সুর্দীর্ঘ একশো বছর ধরে বাংলার সাথে দেশ-বিদেশের বিভিন্ন অংশের যোগসূত্র হয়ে দাঁড়িয়ে রয়েছে এই বানবন্দরটি। চলতি বছরে পূর্ণ হচ্ছে ১০০ বছর আর এর জন্যই শুরু হয়েছে বিশেষ প্রস্তুতিও।
ঘাসের রানওয়ে সহ এয়ারড্রোম নিয়ে যাত্রা শুরু করে কেটে গিয়েছে ১০০ বছর। তাই ধুমধাম করে এবার শতবার্ষিকী উদযাপন করার পালা। সূত্রের খবর এই অনুষ্ঠানটি শুরু হতে চলেছে আগামী ২১শে ডিসেম্বর থেকে। এই উৎসব চলাকালীন বিমানবন্দর (Kolkata Airport) ঘিরে গায়ে কাঁটা দেওয়া ইতিহাসের গল্প আলোকপাত করা হবে বলে খবর। ইতিমধ্যেই শতবার্ষিকী উদযাপনের জন্য একটি প্রস্তাবনা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে অনুমোদনের জন্য। যার মধ্যে ইতিহাসের ঘটনা প্রদর্শনী এবং বর্ণাঢ্য শোভাযাত্রাও রয়েছে।
দক্ষিন পূর্ব এশিয়ার গেটওয়ে হয়ে ওঠা এই কলকাতা বিমানবন্দরের শতবার্ষিকী পূর্তির শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানান কলকাতা বিমান বন্দর বা কলকাতা সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর তার ১০০ বছর পূর্ণ করেছে। অসামরিক পরিবহনের ক্ষেত্রে এই ঘটনাটি একটি মাইলফলক। এছাড়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) একশো বছর পূর্তির খবরটি অত্যন্ত ভালো খবর। তবে কলকাতায় একটি দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হওয়া প্রয়োজন।
আরো পড়ুন: পুনে থেকে মুম্বাই মাত্র ২৫ মিনিটেই, মাধ্যম হাইপারলুপ
কলকাতা বিমানবন্দরের একশো বছর পূর্তির অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সম্ভবত মুখোমুখি হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় বিমান পরিষেবামন্ত্রী কে আর নাইডু! এছাড়াও ওই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দফতরের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল সহ আরও অনেকেই। এছাড়াও থাকতে পারেন তৃণমূল সাংসদ সৌগত রায় এবং ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসুদের মতো রাজ্যের নেতারা।
১৯২৪ সালে ডাকোটা ৩ নামের বিমানটি অবতরন করে কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) ইতিহাসের এই প্রথম বিমান অবতরণ সম্ভব হয় ২রা মে। জানা যায় ফরাসি পাইলট লেফটেন্যান্ট পিলসেট দয়সি এই বিমান অবতরণের কাজটি সম্পন্ন করেন। এর তিনদিন পরেই প্যারিস থেকে টোকিও যাওয়া বিমানটি অবতরণ করে কলকাতা বিমান বন্দরে। জানা যায় বিমানের অবতরণ দেখতে সেই সময় প্রচুর মানুষের ভিড় জমে।