Government Job Interview Tips: সরকারি চাকরির ইন্টারভিউয়ের জন্য নিজেকে তৈরী করছেন, রইলো কিছু টিপস

Government Job Interview Tips: সমাজের বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষালাভের পর কেউ সরকারি চাকরি পেলে তবেই তাকে সফল হিসেবে মান্যতা দেওয়া হয়। আর এর জন্য পড়াশুনোর পর নিজের যোগ্যতা প্রমাণে বসতে হয় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে। তবে এই পরীক্ষা শিক্ষাজীবনের পরীক্ষার তুলনায় কিছুটা আলাদা। এরপর পরীক্ষাতে পাশ করলেও ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়া দরকার হয় নইলে পার্সোনালিটি টেস্টে বাদ পড়তে পারেন পরীক্ষার্থীরা। তবে জেনে নিন সরকারি চাকরির ইন্টারভিউ (Government Job Interview Tips) দিতে কোন কোন বিষয়ে নজর দিতে হবে।

১. ডেমো ইন্টার্ভিউ প্র্যাকটিস

সরকারি চাকরির ইন্টারভিউ (Government Job Interview Tips) দেওয়ার আগে মক ইন্টারভিউ বা বিকল্প ইন্টারভিউ দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের শিক্ষা পোষদের উপসচিব পার্থ কর্মকার। তিনি জানান মক ইন্টারভিউতে জটিলতা অনুযায়ী উত্তর সাজিয়ে নেয়ার ক্ষমতা তৈরি হয়। তাই প্রথম হোক বা অভিজ্ঞতা সম্পন্ন সকলেই নিজের বাক পটুতা ঝালিয়ে নিতে এই ধরনের ইন্টার্ভিউ দিতে পরামর্শ দিয়েছেন তিনি।

২. বুঝে প্রশ্ন করা

সরকারি চাকরির ইন্টারভিউ (Government Job Interview Tips) দেওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ রুমে প্রবেশ করার সময় আসছি বা বসার সময় বসছি না বলে পূর্ণ বাক্যে প্রশ্ন করে তবেই কাজটি করতে হবে। অর্থাৎ ঘরে প্রবেশের জন্য আমি কি আসতে পারি বা চেয়ারে বসার জন্য আমি কি বসতে পারি ইত্যাদি প্রশ্ন করে পদক্ষেপ নিতে হবে। এতে পেশাদারিত্বের ভালো পরিচয় দেয়।

৩. টেবিল ম্যানার্স

ইন্টারভিউয়ের ক্ষেত্রে (Government Job Interview Tips) টেবিল ম্যানার্স জানা খুব জরুরি। যেমন চেয়ারে বেঁকে বসা, টেবিলে হাত দিয়ে আঙুল দিয়ে টোকা করা, পায়ের উপর পা তুলে বসা ইত্যাদি ইন্টারভিউআরদের আপনার চরিত্র সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। এক্ষেত্রে বাড়িতে আয়নার সামনে বসে সোজা তাকিয়ে কথা বলা অনুশীলন করলে উপকার হতে পারে।

আরো পড়ুন: প্রশ্নফাঁস রুখতে বিরাট পদক্ষেপ নিলো পর্ষদ

৪. মুখের অভিব্যক্তি

হাসিমুখে এবং চোখে চোখ রেখে উত্তর দেওয়াটা ইন্টারভিউয়ের (Government Job Interview Tips) উপর ভালো প্রভাব ফেলে। তাই এই দুটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে। গম্ভীর ভাবে এবং শুধুমাত্র প্রশ্নদাতার মুখের দিকে তাকিয়ে উত্তর দিলে তা নেতিবাচক হিসেবে ধরা হতে পারে। এছাড়া কোনো বিষয়ে না জানা থাকলে হাসি মুখেই অজুহাত না দিয়ে সরাসরি জানাতে হবে যে ওই বিষয়ে কিছু জানা নেই। এক্ষেত্রে আত্মবিশ্বাসী মনোভাবের দিকে গুরুত্ব দিতে হবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে চলবেনা।

৫. পোশাক

সরকারি চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে (Government Job Interview Tips) রংচঙে পোশাক নয় বরং সাধারণ এবং পরিষ্কার পোশাক পরে যাওয়া শ্রেয় হবে। পোশাকে অতিরিক্ত ভাঁজ বা দাগ না থাকলে ভালো হয়। এছাড়া পোশাকের সাথে মানানসই জুতোও পরতে হবে। চশমা ব্যবহার করলেও যেনো সেটি পরিচ্ছন্ন কাঁচের হয় সেই বিষয়ে নজর রাখতে হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রার্থীর জ্ঞানের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে তার ব্যক্তিত্ব, কথা বলার দক্ষতা এবং কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি যাচাই করার উপর জোর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *