Holiday List November: উৎসবে ভরপুর অক্টোবর প্রায় শেষ এবার নভেম্বর আর তারপরই আসবে নতুন বছর। এখনও পুজোর ছুটি শেষ হয়নি। গোটা অক্টোবর জুড়ে নানান উৎসবে পূর্ণ থাকে বাঙালির আর সেই জন্যই টানা ছুটি থাকে মাস জুড়ে। তবে নভেম্বরও কোনো অংশে কম নয়। নভেম্বরেও শনি-রবি সহ রয়েছে একাধিক ছুটির দিন।
এবার নভেম্বরে দীপাবলির তিথি না থাকায় সেটি উদযাপন হচ্ছে অক্টোবরের শেষের দিনে। তবে ভাইফোঁটার মতো বড় উৎসবটি থাকছে নভেম্বরেই। এছাড়া ছট পুজো, কার্তিক পূর্ণিমার মতো উৎসবগুলি রয়েছে এই মাসে। ভাইফোঁটা ৩রা নভেম্বর রবিবার পড়লেও পরদিন অর্থাৎ সোমবারও দেওয়া হয়েছে সরকারি ছুটি। এরপর ৫ই নভেম্বর পুনরায় খুলছে সরকারি প্রতিষ্ঠানগুলো। এরপর আবার ৭ই নভেম্বর ছট পুজো উপলক্ষে থাকছে সরকারি ছুটি। এরপর ১৫ই নভেম্বর ছুটি থাকছে গুরুনানক জয়ন্তি উপলক্ষে। নভেম্বরে (Holiday List November) এই কটি ছুটির দিন থাকলেও সামনেই ডিসেম্বর সেখানেও রয়েছে ক্রিসমাস সহ বর্ষবরণের মতো আরও উৎসবের ছুটি।
২০২৫ সালের ছুটির তালিকা দেখলে বোঝা যাবে পুজো সেপ্টেম্বরে শুরু হওয়ায় ওই বছর ছুটিও কিছুটা এগিয়ে আসবে। ২৮শে সেপ্টেম্বর ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে রীতিমতো থাকবে ছুটি। শোনা যাচ্ছে চতুর্থী থেকেই শুরু হবে পুজোর ছুটি। অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হবে পুজোর ছুটি। এরপর ৬ই অক্টোবর লক্ষ্মীপুজো হয়ে ৯ তারিখে শেষ হতে পারে ছুটি।
আরো পড়ুন: একটি রিচার্জেই কম খরচে পাওয়া যাবে দারুণ ইন্টারনেট প্ল্যান সহ অন্যান্য সুবিধা
কালীপুজো শুরু হচ্ছে ২০ই অক্টোবর এবং ২৩শে অক্টোবর ভাইফোঁটা উপলক্ষে থাকছে ছুটি। এই সময়েও এক সপ্তাহের একটি লম্বা সরকারি ছুটি থাকতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়া বছরের শেষের মতো শুরুতেও রয়েছে একাধিক ছুটি। দোল উৎসব রয়েছে ১৪ই মার্চ। তার পর শনি ও রবিবার থাকায় এই আবহে ছুটি পড়তে পারে একটানা তিন দিনের ছুটি। এর সাথে ১৫ই আগষ্টও শুক্রবার হওয়ায় একটানা তিন দিনের ছুটি পড়তে চলেছে।
এছাড়া ২০২৫ সালে রবিবার পড়ার জন্য আলাদা করে সরকারি ছুটি পাওয়া যাচ্ছেনা বেশ কয়েকটি ক্ষেত্রে। যার মধ্যে রয়েছে প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, রামনবমী, মহরম এবং রাখিপূর্ণিমার মতো উৎসবগুলি রবিবার পড়ায় আলাদা করে ছুটি (Holiday List November) মিলবেনা সরকারি কর্মচারী বা স্কুলগুলোতে।