FIFA World Cup: আসন্ন ফিফা বিশ্বকাপে নতুন চমক কানাডার, থাকছে কলকাতার ঐতিহ্য

FIFA World Cup: খেলার জগতে অন্যতম বিশেষ একটি খেলা হল ফুটবল খেলা। যা প্রতি ৪ বছর অন্তর অন্তর ফিফা বিশ্বকাপ হিসেবে অনুষ্ঠিত হয়। ২০২২ সালের পর এবার ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপ। আর সেই ফুটবল বিশ্বকাপের মহা আয়োজনে ঐতিহ্য প্রদর্শনী করতে বিশেষ প্রস্তুতি কানাডার। থাকবে কলকাতার বিশেষ চলমান ঐতিহ্য। কি সেই ঐতিহ্য? সেই নিয়ে রাজ্য পরিবহণ দপ্তরের কিসের চিন্তা?

ফিফা বিশ্বকাপ (FIFA World Cup)

একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা হল ফিফা বিশ্বকাপ। যা সকার বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ বা শুধু বিশ্বকাপ হিসেবেও পরিচিত। যেখানে মূলত ফিফা ভুক্ত দেশের পুরুষদের ফুটবল দলগুলি অংশ নেয়। বাছাইপর্ব এবং চূড়ান্তপর্ব দুটি ভাগে অনুষ্ঠিত হয় এই খেলা। বাছাই পর্বের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেয় ৩২টি দল। প্রায় ৩ বছর ধরে চলে এই প্রক্রিয়া। আর তারপর প্রতি ৪ বছরের মাথায় অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ।

কানাডায় ফুটবল বিশ্বকাপের আসর

২০২২ সালের পর এবার ২০২৬শে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। তবে আগামী বছরের ফিফা বিশ্বকাপের আয়োজনে আমেরিকা, মেক্সিকোর সাথে দেখা যাবে কানাডাকে। আগামী বছর ২০২৬এর ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত ৩ দেশে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। মূলত কানাডাতেই বসবে সকার বিশ্বকাপের আসর। আর এই মহা আয়োজনের সুযোগ পেয়ে ফুটবলপ্রেমীদের দুর্দান্ত অভিজ্ঞতা দিতে বিশেষ আয়োজন করতে চলেছে কানাডা।

ঐতিহ্য প্রদর্শনীতে মহানগরীর বিশেষ আকর্ষণ

আসন্ন ফিফা বিশ্বকাপে (FIFA World Cup) ফুটবলপ্রেমী দর্শকদের জন্য ঐতিহ্য প্রদর্শনের ব্যবস্থা করা সিদ্ধান্ত নিয়েছে কানাডা। ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কানাডার ৭টি শহরের ৯টি মাঠ জুড়ে। দর্শকদের মধ্যে সেই খেলা দেখার অভিজ্ঞতা, আগ্রহ বৃদ্ধি করতে মহানগরীর বিশেষ আকর্ষণ আনতে চলেছে কানাডা। কলকাতার চলমান ঐতিহ্য ট্রাম আনার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছে কানাডা।

আরও পড়ুন: আবারো বন্ধ মেট্রো পরিষেবা, কোন রুটে? বন্ধের কারণ কি?

রাজ্যের সিদ্ধান্ত

কানাডার এক বেসরকারি সংস্থা ২০২৪ সালের ১৯শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারকে প্রস্তাব পাঠিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ (FIFA World Cup) উপলক্ষে কলকাতা থেকে ভ্যাঙ্কুভারে দুটি ট্রাম পাঠানোর। যে ট্রাম দুটিতে চেপে মাঠের ২ কিলোমিটার দূর থেকে দর্শকরা স্টেডিয়ামে খেলা দেখতে আসবে। যা দর্শকদের খেলা দেখার আগ্রহকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। যে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে বসে খেলা দেখবে প্রায় সাড়ে ৫৪ হাজার ফুটবলপ্রেমী দর্শক। যে প্রস্তাবে রাজি হয়ে কানাডায় দুটি ট্রাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তবে রাজ্য সরকারের অনুমতি থাকলেও সরকার তরফে এই বিশেষ আকর্ষণ পাঠানোর জন্য আদালতের অনুমতির কথা তুলে ধরেছেন। কারণ বর্তমানে ট্রাম সংরক্ষণ সংক্রান্ত মামলা চলছে কলকাতার হাইকোর্টে। তাই আদালতের অনুমতি নেওয়া অবশ্যই প্রয়োজন। তবে রাজ্যে পরিবহন দপ্তরের আশা আদালত তরফে সেই অনুমতি প্রযোজ্য হবে।

চালানোর পদ্ধতি

রাজ্য পরিবহন দপ্তর তরফে কানাডায় কলকাতার চলমান ঐতিহ্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও তাদের চিন্তা অন্য জায়গায়। রাজ্য পরিবহণ দপ্তরের আধিকারিকদের প্রশ্ন কিভাবে চলবে কানাডায় কলকাতার চলমান ঐতিহ্য? কারণ বর্তমানে কানাডার মতো উন্নত দেশে ট্রাম চালানোর পদ্ধতিকে অত্যাধুনিক করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্যান্টোগ্রাফ পদ্ধতিতে ট্রাম পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। সেদিক থেকে কলকাতায় ট্রাম চলাচল পিছিয়ে রয়েছে। আগেকারের কপিকল পদ্ধতিতে কলকাতার ট্রাম চলে। ফলে এই ভ্যাঙ্কুভার শহরে ট্রাম চালাতে হলে কলকাতার পদ্ধতিতেই ট্রাম লাইন পেতে, বিদ্যুৎ সংযোগে ট্রাম চালাতে হবে। ফলেই কানাডায় কলকাতার চলমান ঐতিহ্য পাঠানো হলে তা কিভাবে চলবে সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তবে অন্যদিকে ট্রাম সংক্রান্ত মামলার শুনানিতে কানাডার এই প্রস্তাব শুনে হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশে যাচ্ছে শুনে রাজ্য তথা ভারতবাসীর গর্বিত ও খুশি হওয়া উচিত। তবে হাইকোর্টে ট্রাম সংক্রান্ত মামলা চলার কারণে রাজ্য তরফে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করা যাচ্ছে বিদেশের মাটিতে কলকাতার ঐতিহ্য পৌঁছাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *