Netanyahu Residence Attack: ইজরাইলের প্রধানমন্ত্রীর বাড়িতে ড্রোন হামলা! কোন দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ?

Netanyahu Residence Attack: ইজরায়েলের এক সংবাদমাধ্যম সুত্রে পাওয়া খবর অনুযায়ী শনিবার সকালে ব্যাপক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সিজারিয়া এলাকা। সেখানেই বা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানা যাচ্ছে ওই বিস্ফোরণের শব্দ আসে স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর বাসভবন থেকেই। জানা যায় এদিন সকালে একটি ভয়াবহ ড্রোন হামলা চালানো হয় প্রধানমন্ত্রীর বাড়িতে।

ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে লেবানন থেকে এই ড্রোন হামলা (Netanyahu Residence Attack) লঞ্চ করা হয়। যা এসে অন্য একটি বাড়িতে এসে পড়ে। তবে এখনও অবধি এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে জেরুজালেন সুত্রে খবর সিজারিয়ার উপর এই ড্রোন হামলার পর তেল আভিবে তীব্র সাইরেনের শব্দ শোনা যায়। প্রসঙ্গত ইজরায়েল বনাম হামাসের যুদ্ধ প্রায় এক বছরের বেশি সময় ধরে চলছে। যুদ্ধে কার্যত বিপর্যস্ত দুই দেশ।

গত এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের এখন নতুন মোড় ঘুরতে দেখা যাচ্ছে ইরান ও লেবাননের দিকে। ইতিমধ্যেই ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছে হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়া। আক্রমণ পাল্টা আক্রমণে কার্যত রক্ত বন্যা বইছে মধ্যপ্রাচ্যে। এই পরিস্থিতিতে যুদ্ধ থামাতে দুটি শর্ত দেন বেঞ্জামিন। নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে লেখেন যুদ্ধ আগামীকালই শেষ হয়ে যেতে পারে যদি হামাস নিজেদের অস্ত্র নামিয়ে রাখে এবং বন্দীদের ছেড়ে দেয়। তবে সিনোয়ার মৃত্যুর পর হামাস ও হিজবোল্লা সম্মিলিত হুংকার দিয়ে বলে যুদ্ধের নতুন অধ্যায় শুরু করতে চলেছে তারা। বিশিষ্টজনদের দাবি বেঞ্জামিনের বাড়িতে হামলা করে তারই সূত্রপাত করতে চেয়েছে হামাস – হেজাবল্লা। তবে এখনও যে মধ্যপ্রাচ্য রক্ত বন্যায় ভাসবে তা এই হামলার ঘটনা থেকে স্পষ্ট।

আরো পড়ুন: ক্যালকুলেটরের কিছু অজানা ব্যবহার, জানুন এই সমস্ত বটনের কার্যকারিতা

সৌদি আরবের একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে সরাসরি ইজরায়েল প্রধানমন্ত্রীর বাড়িতে এই হামলা (Netanyahu Residence Attack) চালানো হয়। হাবলার ড্রোন গুলি তাঁর বাসভবনের একটি অংশে গিয়ে পড়ে। ইহুদী সেনাদল IDF দাবি করেছে মোট তিনটি ড্রোন ছোঁড়া হলেও তার মধ্যে মাত্র একটি এই বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়। বাকি দুটি হামলাকারী ড্রোন মাঝ আকাশেই নষ্ট করে দেয় ইজরায়েল সেনা। এরপরই সাবধানতা অবলম্বন গিলোট সেনা ক্যাম্পে এলার্ম বেজে ওঠে তবে সেখানে কোনো হামলা হয়নি বলেই জানিয়েছেন তাঁরা।

আরো জানা গেছে শনিবার সারাদিন ধরে একাধিক বার তিবেরিয়া ও ইজরায়েলের কিছু এলাকা লক্ষ করে ড্রোন ও রকেট হামলা চালায় হিজবেল্লা। তবে এইসব হামলা রুখতে সক্ষম হয়েছে ইজরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *