Stray Dogs Feeding Guidelines: কোথায় কিভাবে পথকুকুরদের খাওয়ানো হবে, নির্দেশিকা দিতে বললো হাইকোর্ট

Stray Dogs Feeding Guidelines: সম্প্রতি পথকুকুরদের খাওয়া নিয়ে স্থান-কাল-পাত্র জানতে চেয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য সরকার। বুধবার সেই বিজ্ঞপ্তির একটি কপি জমা পড়েছে হাইকোর্টে। এই বিষয়ে আদালত জানিয়েছে এই বিজ্ঞপ্তিটি পাঠিয়ে দিতে হবে প্রতিটি পুরসভায়। জানা যায় পথকুকুরদের খেতে দেওয়াকে কেন্দ্রীয় করে ঝামেলা ও মারধরের অভিযোগে হাইকোর্টে মামলা করেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা অর্ণব চক্রবর্তী। রাস্তার কুকুর বিড়ালদের নিয়মিত খেতে দেন তিনি।

এই মামলাটি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে! এই সমস্যাটি সমাধানের জন্য তিনি রাজ্যকে পদক্ষেপ নিতে পরামর্শ দেন। বুধবারের মধ্যেই এর বিশদ নির্দেশিকা চেয়ে রিপোর্ট পাঠাতে বলেন পুরসভা গুলোকে। বুধবার আবার মামলাটি সামনে এলে রাজ্যের তরফে সমস্ত নির্দেশিকার কপি জমা দেন সরকারি আইনজীবী সুমন সেনগুপ্ত। এতেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে পথকুকুরদের খাবার খাওয়ানোর স্থান-কাল-পাত্র (Stray Dogs Feeding Guidelines)!

নির্দেশিকা অনুযায়ী পুরসভার ওয়ার্ডগুলির কিছু জায়গা বেঁধে দেওয়া হবে। সেখানেই প্রতিদিন খাবার দেওয়া যাবে পথকুকুরদের (Stray Dogs Feeding Guidelines)। তবে এক্ষেত্রে মানুষের হাঁটা চলা এবং বাচ্চাদের খেলার জায়গার কাছে কোনো স্থান নির্বাচন করলে হবেনা। যাতে কোনো ভাবে অসাবধানতায় দুর্ঘটনা না ঘটতে পারে সেদিকেই নজর দিতে চাইছে রাজ্য।

আরো পড়ুন: গুগল ম্যাপের রাস্তায় ভরসা, বেঘোরে প্রাণ গেলো উত্তরপ্রদেশের তিন যুবকের

এই নির্দিষ্ট জায়গায় দিনে দুইবার নির্দিষ্ট সময়ে খাওয়ানো যাবে পথকুকুরদের। নগরোন্নয়ন দপ্তরের তরফে সকাল ৭টা এবং সন্ধ্যে ৭টার সময়কে এই কাজের জন্য স্থির করা হয়েছে। প্রতি ক্ষেত্রেই সময় বরাদ্দ দুই ঘণ্টা। অর্থাৎ দুই ঘণ্টার মধ্যে খাবার দেওয়া এবং খাবার খাওয়া সম্পন্ন করে (Stray Dogs Feeding Guidelines) ফেলতে হবে। রাস্তা যাতে নোংরা না হয় সেদিকেও দিতে হবে নজর। খাওয়া শেষে জায়গাটি পরিষ্কার করে দিতে হবে পশুপ্রেমীদের। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্বাচিত জায়গা ছাড়া অন্য কোথাও খাবার দিলে শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে আদালত।

এছাড়াও বলা হয়েছে কুকুরদের খাওয়ানো (Stray Dogs Feeding Guidelines) যেতে পারে ভাত, রুটি, আলুসিদ্ধ সাথে স্বল্প তেল বা ঘি। এছাড়াও মাছ বা মাংসের ছাঁট উপযুক্ত করে রান্না করেও দেওয়া যেতে পারে। কুকুরদের জন্য মাংস বা মাছের ছাঁট প্রোটিনের উৎস হতে পারে। এছাড়া রান্নার সময় হলুদ ব্যবহারের কথাও বলা হচ্ছে। এছাড়া দোকান থেকে কুকুরের খাবার কিনেও দেওয়া যেতে পারে। এছাড়াও খাবার দেওয়ার সময় পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। এছাড়া চকলেট, তেতো বা মিষ্টি খাবার, দুধের খাবার, পেঁয়াজ রসুন, মিষ্টি ফল, অ্যালকোহল জাতীয় খাবার কুকুরদের দিতে নিষিদ্ধ করেছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *