Site icon লোকাল সংবাদ

App Cab: অ্যাপ-বাইক পরিষেবা নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের, সমস্যায় ক্যাব সংস্থা সহ যাত্রীরা

App Cab

প্রতিনিধত্বমুলক

App Cab: বর্তমানে ডিজিটাল দুনিয়ায় সুবিধার অন্ত নেই। সাধারণ মানুষের সুবিধার্থে উন্নত প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে বিশেষ বিশেষ মাধ্যমের। আর তার মধ্যে বেশ কয়েক বছর ধরে চলে আসা এক বিশেষ মাধ্যম হল অনলাইন ক্যাব পরিষেবা। যাকে সংক্ষেপে অ্যাপ ক্যাপ বলা হয়। এবার সেই অ্যাপ ক্যাব পরিষেবা নিয়েই বড় ঘোষণা করল হাইকোর্ট। জানানো হলো অনলাইন গাড়ি সহ বাইক ট্যাক্সি পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা। কিন্তু কেন? কি কারনে এই সিদ্ধান্ত হাইকোর্টের? সংস্থাগুলির অবস্থা কি?

অ্যাপ ক্যাব পরিষেবা (App Cab) কি?

অনলাইন গাড়ি পরিষেবা হল অ্যাপ ক্যাব পরিষেবা। মূলত রাস্তাঘাটে অর্থাৎ গাড়ির সমস্যা হলে বা কোথাও যাওয়ার প্রয়োজন হলে অনলাইনে স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করেন যাত্রীরা। নিজেদের পছন্দমত বাইক, চার চাকা বা ট্যাক্সি যেকোনো গাড়ি পছন্দ করে বুক করেন যাত্রীরা। সেই মতো নির্দিষ্ট স্থান থেকে যাত্রীদের পরিষেবা দেয় এই অ্যাপ ক্যাব পরিষেবা। আর সেই পরিষেবাতেই নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট।

অনলাইন ক্যাব পরিষেবা নিয়ে হাইকোর্টের নির্দেশ

বুধবার অ্যাপ ক্যাব পরিষেবা (App Cab) নিয়ে নির্দেশ জারি করে হাইকোর্ট। আদালত তরফে ঘোষণা করা হয় রাজ্যে আর বাইক, ট্যাক্সি চালানো যাবে না। হাইকোর্ট তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৬ সপ্তাহের মধ্যে অ্যাপ ক্যাবসহ বাইক, ট্যাক্সি পরিষেবা বন্ধ করার।

কোন রাজ্যের জন্য এই নির্দেশ?

খবর অনুযায়ী, কর্ণাটক রাজ্যবাসীদের জন্য এই আদেশ জারি করেছে আদালত। কর্নাটক হাইকোর্ট তরফে এদিন জানানো হয় বিভিন্ন অ্যাপ ক্যাব (App Cab) সংস্থাগুলি সহ বাইক, ট্যাক্সি পরিষেবাদাতাদের পরিষেবা দেওয়া বন্ধ করতে হবে কর্ণাটক রাজ্যে। আর এই ঘোষণার পরেই চরম সমস্যার সম্মুখীন ক্যাব সংস্থা সহ বাইক, ট্যাক্সি চালকরা।

আরও পড়ুন: ওয়াকফ সম্পর্কিত প্রস্তাবিত সংশোধনী বিলে কি আছে? কেন এত বিতর্ক?

অ্যাপ-ক্যাব ব্যান করে দেওয়ার কারণ

এদিন বিচারপতি বিএম শ্যাম প্রসাদের বেঞ্চের তরফ থেকে ঘোষণা করা হয় কর্ণাটক রাজ্য সরকার মোটর ভেহিকেল অ্যাক্ট ১৯৮৮এর ৩ নম্বর অধীন অনুযায়ী প্রয়োজনীয় গাইডলাইন জারি করেনি। আর এই কারণেই র‍্যাপিডো, উবা, ওলা সহ বাইক, ট্যাক্সি পরিষেবাদাতাদের গাড়ি বন্ধের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি রাজ্য সরকারকে প্রয়োজনীয় আইন এবং গাইডলাইন জারি করার জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।

সংস্থাগুলির বর্তমান অবস্থা

তবে যতদিন রাজ্য সরকার তরফে প্রয়োজনীয় আইন এবং গাইডলাইন জারি না করে ততদিন বন্ধ রাখার নির্দেশ রয়েছে আদালতের। এর ফলে চরম সমস্যার মুখোমুখি র‍্যাপিডো, ওলা, উবা অ্যাপ ক্যাব (App Cab) সংস্থা সহ বাইক, ট্যাক্সি চালকরা। তবে কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা বিবেচনা করেছেন ক্যাব সংস্থা সহ বাইক, টাক্সি কর্মকর্তারা। উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে কর্ণাটক সরকার এই পরিষেবার বিরুদ্ধে মামলা দায়ের করে। অন্যদিকে সরকারের এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে র‍্যাপিডো, উলা, ওবা সংস্থাগুলি। আর সেই মামলার শুনানিতে হাইকোর্ট ঘোষণা করেছিল কর্নাটক সরকার তরফে এই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেয়। তবে পরবর্তীতে সম্প্রতি কর্ণাটক সরকারকে গাইডলাইন জারি করার নির্দেশ দিয়ে পরিষেবা বন্ধ রাখার নির্দেশিকা জারি করে হাইকোর্ট।

Exit mobile version