Home Loan Subsidy: মধ্যবিত্তের সুবিধার্থে হোম লোনে বিরাট ছাড়, ঘোষণা মোদি সরকারের

Home Loan Subsidy: ভারতের মতো উন্নতিশীল অর্থনীতির দেশের মূল ভিত্তি দেশের মধ্যবিত্ত সমাজ। এমনিতেই দেশের সব ধরনের মানুষের জন্য একাধিক প্রকল্প এবং সুবিধার ব্যবস্থা করেছে ভারত সরকার। মূলত সমাজের নিম্নস্তরের থেকে উচ্চস্তরের সমস্ত মানুষের জীবনযাত্রার মানের উপর নির্ভর করে থাকে দেশের ভবিষ্যত। আর সেই জন্যই ভারতীয় কেন্দ্র এবং সব রাজ্য সরকারই সাধারণ মানুষের উন্নতিতে একাধিক প্রকল্পের কথা সামনে নিয়ে আসে।

বিনামূল্যে বা সুলভমূল্যে রেশন পরিষেবা, কৃষক বন্ধু যোজনা, বেটি বাঁচাও যোজনা, আবাস যোজনা ছাড়াও একাধিক প্রকল্পে উপকৃত হচ্ছে সারা ভারত। আর এবার দেশের অর্থনীতির ভিত অর্থাৎ মধ্যবিত্ত সম্প্রদায়ের জন্য এক বিশেষ যোজনার কথা সামনে আনা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই প্রকল্প শুরুর কথা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী কতৃক সামনে আসা অন্যতম একটি প্রকল্প হলো আবাস যোজনা। এটি মূলত দুটি ভাগে দুই রকম মানুষকে নতুন বাড়ি তৈরির সুবিধা (Home Loan Subsidy) দেয় সাধারণ মানুষকে। এর একটি হলো গ্রামীণ আবাস যোজনা অন্যটি হলো শহুরে আবাস যোজনা। গ্রামীণ আবাস যোজনার মাধ্যমে গ্রামের মানুষদের নতুন পাকা বাড়ি তৈরির জন্য এক কালীন ১ লক্ষ ২০ হাজার টাকার অর্থ সাহায্য দেওয়া হয়। অন্যদিকে রয়েছে শহুরে আবাস যোজনা। যার মাধ্যমে শহরের মানুষদের বাড়ি তৈরির ক্ষেত্রে দেওয়া হবে বিশেষ সুবিধা।

আরো পড়ুন: মূল্যবৃদ্ধির জেরে খরচ কমাচ্ছেন সাধারণ মানুষ, দেশের অর্থনীতিতে অশনি সংকেত

সম্প্রতি শহরের আবাস যোজনার দ্বিতীয় ভাগের কাজ শুরুর অনুমোদন দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। যার মাধ্যমে শহরের মধ্যবিত্ত পরিবারের বাড়ি তৈরির ক্ষেত্রে দেওয়া হবে বিশেষ সুবিধা। জানা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আট লক্ষ টাকার হোম লোনের উপর ৪% সুদের ছাড় (Home Loan Subsidy) দেওয়া হবে যা শহরের মধ্যবিত্ত মানুষদের নিজের বাড়ির স্বপ্ন পূরণের ক্ষেত্রে একটা বড় সাহায্য হয়ে দাঁড়াবে। এই প্রকল্পের মাধ্যমে বিশেষত অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা (EWS), নিম্ন আয়ের (LIG) এবং মধ্যম আয়ের (MIG) সাধারণ মানুষরা বিশেষ ভাবে উপকৃত হতে চলেছে।

জানা যাচ্ছে আগামী পাঁচ বছরে ভারতের এক কোটি পরিবার বাড়ি তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় অর্থ সাহায্য দেওয়া হবে। এর জন্য কেন্দ্র সরকারের খরচ হতে চলেছে ২.৩ লক্ষ কোটি টাকা। আট লক্ষ টাকার হোম লোনে ৪% সুদের সাবসিডি দেওয়া হবে সরকারের তরফে। এর জন্য সর্বাধিক ৩৫ লক্ষ টাকা মূল্যের বাড়ির জন্য যেসব পরিবার সর্বাধিক ২৫ লক্ষ টাকার হোম লোন নিয়ে থাকলে ১২ বছরের মেয়াদে প্রথম ৮ লক্ষ টাকার উপর ৪% সুদের ছাড় (Home Loan Subsidy) দেওয়া হবে। এই সুবিধাভোগীদের প্রতি ৫ বছরের হিসেবে এক কালীন ১ লক্ষ ৮০ হাজার টাকার সাবসিডি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *