Hooghly Under River Tunnel: গঙ্গার পর এবার হুগলি নদীর নিচে তৈরি হবে টানেল, বড় সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের

Hooghly Under River Tunnel: এবার যানবাহন নিয়ন্ত্রণ করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিলো প্রশাসন। জানা যাচ্ছে স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুগুলোর উপর পণ্যবাহী যানবাহনের অতিরিক্ত চাপ কমাতে এবার হুগলি নদীর নীচ দিয়ে তৈরি হবে টানেল। জানা যাচ্ছে আট হাজার কোটি টাকা খরচ করে এই টানেল বানাতে চলেছে কলকাতা বন্দর। সম্প্রতি কলকাতা পুরসভার আধিকারিকরা এবং কলকাতা বন্দরের আধিকারিকরা এই মর্মে একটি আলোচনায় বসেন।

জানা যাচ্ছে খুব শীঘ্রই হুগলি নদীর নিচে টানেল তৈরির কাজ শুরু করতে চাইছে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে চলছে ডিটেইল্ড প্রজেক্ট রিপোর্ট বা DPR তৈরির কাজ। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন DPR তৈরির কাজ শেষ হলেই মুখ্যসচিবের সাথে বৈঠকে বসবে বন্দর এবং পুরসভা। অর্থাৎ হুগলি নদীর নিচে টানেল (Hooghly Under River Tunnel) তৈরি করার কাজে বেশ তোড়জোড় চলছে উভয় পক্ষের তরফে।

সাঁকরাইল থেকে খিদিরপুর বন্দরের ভিতর পর্যন্ত হুগলি নদীর নীচ দিয়ে টানেল (Hooghly Under River Tunnel) তৈরির পরিকল্পনা করছেন বন্দর কতৃপক্ষ। এই টানেলের মাধ্যমে শুধুমাত্র পণ্যবাহী যানবাহনই চলাচল করবে বলে জানা যাচ্ছে। যার মাধ্যমে স্ট্র্যান্ড রোড, হাওড়া ব্রিজ, এবং দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে পণ্যবাহী জান চলাচলের চাপ কমিয়ে আনা যাবে। ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ রক্ষাকারী এই তিনটি ব্যস্ত পথে যান জট যেমন এড়ানো যাবে তেমনই এর চাপ অনেকটা লাঘব হবে।

আরো পড়ুন: এক হলো ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল, বৌবাজারে অবশেষে এলো সাফল্য

সাম্প্রতিক কালে হওয়া একটি বৈঠকে হাওড়া ব্রিজের রক্ষণা বেক্ষণের পদ্ধতি নিয়েও কথা হয় দুই দপ্তরের আধিকারিকদের মধ্যে। বয়স বাড়ার সাথে এই ব্রিজের স্বাস্থ্যরক্ষার কাজ আরও বেশি জরুরি হয়ে পড়ছে। এই বিষয়ে মেয়র জানান সেতু পরীক্ষকরা জানিয়েছেন আপাতত আগামী চল্লিশ বছর ঠিকঠাক পরিষেবা দিতে পারবে হাওড়া ব্রিজ। ফলে এই ব্রিজের চাপ কমানো প্রয়োজন হয়ে পড়েছে। ফলে হুগলি নদীর নীচে তৈরি টানেলের (Hooghly Under River Tunnel) মাধ্যমে যে এইসব সেতুগুলোর স্বাস্থ্য সুরক্ষিত করা যাবে এই বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আয়ু আরও বাড়াতে আরও কিছু কাজ শুরু করতে হবে। এর জন্য এক ব্রিটিশ নির্মাণ সংস্থার সাথে ইতিমধ্যেই কথা হয়েছে বন্দির কতৃপক্ষের আধিকারিকরা। তাঁদের পরামর্শেই শুরু হবে হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ। এই নতুন টানেল (Hooghly Under River Tunnel) তৈরী হলে রক্ষনা বেক্ষনের কাজে বেশ সুবিধা হবে বলেই আশা করছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *