Horoscope 2025: শনির কৃপায় নতুন বছরের ২৯শে মার্চ থেকে কপাল খুলবে ৩ রাশির

Horoscope 2025: হাতে গোনা আর কয়েকদিন তারপরেই শুরু নতুন বছর ২০২৫। রোজকার সুখ-দুঃখের ঘটনায় সকলের আগ্রহ রয়েছে যে তাদের নতুন বছর কেমন যাবে। যদিও কবে কি হবে এর নির্দিষ্ট কিছু বলে দেওয়া না গেলেও হিন্দু জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে ধারণা দেয়। জ্যোতিষ শাস্ত্র মতে ২০২৫ সালের নতুন বছরে একাধিক গ্রহ নিজেদের গতিবিধি পরিবর্তন করতে চলেছে। ২০২৫ সালে কর্ম ও ন্যায় দাতা শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছেন।

নতুন বছরের (Horoscope 2025) ২৯শে মার্চ শনিদেব নিজরাশি কুম্ভ থেকে সরে যাবেন দেবগুরু বৃহস্পতির মীন রাশিতে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনি হলো গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতি সম্পন্ন। আর শনি একটি রাশিতে অবস্থান করে প্রায় আড়াই বছর এবং সেই একই রশিতে ফিরে আসতে সময় নেয় প্রায় ৩০ বছর। জ্যোতিষ মতে নতুন বছর এই তিন রাশির জন্য সৌভাগ্য বয়ে আনতে চলেছে। চাকরি এবং ব্যবসায় আসতে চলেছে অভূতপূর্ব লাভ।

১. বৃষ রাশি:

শনিদেবের গ্রহ বদলে ২০২৫ সালে (Horoscope 2025) যে তিন রাশি উপকৃত হতে চলেছে তার মধ্যে বৃষ অন্যতম। এই রাশির জাতক-জাতিকাদের নতুন বছর প্রচুর সুবিধা এনে দিতে চলেছে। নতুন বছরে দেব গুরু বৃহস্পতির কৃপা বর্ষণ হতে চলেছে। চাকরী ও ব্যবসায় বড় পরিবর্তন আসবে। যা লাভদায়ক হবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। সমাজে সম্মান বাড়বে। সুক সমৃদ্ধি বাড়বে। পার্টনারের সহযোগিতায় বছরটি আরও ভালো যাবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। বেড়াতে যাওয়ার যোগ রয়েছে।

আরো পড়ুন: ২০২৫ কেমন যাবে, সংখ্যাতত্ত্বই বলে দেবে সবকিছু

২. তুলা রাশি:

তুলা রাশির (Horoscope 2025) জাতক-জাতিকারাও শনির কৃপায় উপকৃত হবেন। একই সময় কৃপা করবেন দেবগুরু বৃহস্পতিও। নতুন বছরে আর্থিক ভাবে শক্তিশালী হয়ে উঠবেন এই রাশির জাতক-জাতিকারা। শত্রুদের সমস্ত পরিকল্পনা অসফল হবে। আদালতের মামলার ফল আপনার পক্ষে থাকবে। মানসিক চাপ কমবে। স্বাস্থ্যের উন্নতি হবে সঙ্গে বাড়বে ব্যবসার ক্ষেত্রে লাভ। চাকরিতে পদমর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। কেরিয়ারে মনের মত ফল পেতে পারেন।

৩. মকর রাশি:

২০২৫ সালে (Horoscope 2025) উপকৃত হতে চলা তিন রাশির মধ্যে তৃতীয় রাশিটি হলো মকর। শনি দেবের কৃপায় মকর রাশির জাতক-জাতিকারা দীর্ঘ দিনের সাড়ে সাতি দশা থেকে মুক্তি পাবেন। নতুন বছরে এদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। আত্মবিশ্বাসে ভর করে অনেক সাফল্য আসবে। নতুন কোনো কাজ শুরু করতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে বড় কোনো লাভ হতে পারে। আটকে থাকা কাজ শুরু হতে চলেছে নতুন বছরে। এই সময় আর্থিক উন্নতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *