New Year 2025: শেষ হয়েছে ছুটির মরশুম। ধীরে ধীরে সকলকে আবার ফিরে আসতে হচ্ছে কর্ম ব্যস্ত জীবনে। বড়দিন থেকে শুরু করে নব বর্ষের দিন পর্যন্ত একটানা লম্বা ছুটির মধ্যে দিয়ে যাচ্ছিল সকলেই। ফলে পরিবার পরিজন নিয়ে টুকটাক আউটিং তো লেগেই থাকছিল। বন্ধুদের সাথে পিকনিকে যাওয়া সব মিলিয়ে হয় হুল্লোড়ে কেটেছে। কলকাতাতেও বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ভিড় জমতে দেখা গিয়েছে।
বড়দিনের পর থেকে বর্ষ শেষেও মানুষের ভিড়। কোথায় সব চেয়ে বেশি ভিড় হয়েছিল জানেন? ভিড়ের লড়াইয়ে এদিন ইকো পার্ককে পিছনে ফেলে দিয়েছিল চিড়িয়াখানা। উৎসবের দিন গুলোতে শেষ মেষ চিড়িয়াখানা জয় পেয়েছিল। তবে নববর্ষের (New Year 2025) দিন সেই হিসেব বদলে দিল বাঙালি। বছরের প্রথম দিনে চিড়িয়াখানার তুলনায় প্রায় ৬ হাজার বেশি মানুষ ভিড় করেছিল ইকো পার্কে।
শীতের মনোরম আবহাওয়ায় নববর্ষের (New Year 2025) সকাল সকাল রাস্তায় মানুষের আনাগোনা দেখা যায়। প্রত্যেকেই নিজেদের বেছে রাখা গন্তব্যে ছুটছে। বিশেষত বাচ্চারা তাদের মা-বাবা পরিবার পরিজন নিয়ে হাজির হয়েছে তাদের প্রিয় ভ্রমণের জায়গা চিড়িয়াখানায়। কেউ কেউ আবার বেছে নিয়েছিলেন ইকো পার্ককে। আবার কেউ নিকো পার্ককে। এরপর বেলা বাড়ার সাথে সাথে আরও বেড়েছে মানুষের ভিড়। হৈ-হুল্লোড়, খাওয়াদাওয়া করে দিনটি কাটিয়েছেন প্রায় সকলেই। হিসেব বলছে বছরের প্রথম দিনেই কোথাও ভিড় জমিয়েছে ৯০ হাজার মানুষ, কোথাও ৭০ হাজার। আবার কিছু জায়গায় মানুষের গুনতি ১০ হাজারের গণ্ডি পেরোয়নি।
আরো পড়ুন: জানুয়ারিতে পাওয়া যাবে অতিরিক্ত রেশন, জানুন কোন কার্ডে পাওয়া যাবে কী সুবিধা
এদিকে সায়েন্স সিটি এবং ভিক্টোরিয়াকে ঘোরার তালিকায় রেখেছিলেন অনেকেই। বছর প্রথম দিনে নববর্ষ (New Year 2025) উদযাপন করতে ভিটোরিয়াতে ভিড় জমিয়েছিলেন ৩৮ হাজার ৩৫০ জন। এক্ষেত্রে সায়েন্স সিটিতে একটু কমে ভিড় হয়েছিল ৩০ হাজার ৩২৫ জন। কলকাতার একাধিক দর্শনীয় স্থানের তুলনায় কলকাতা জাদুঘরের ভিড়টাই কেবল কম দেখা গিয়েছে। সেখানে জমা হয়েছিলেন মাত্র ৮০০০ জন।
তবে ২০২৫ সালের (New Year 2025) প্রথম দিনে চিড়িয়াখানা এবং ইকো পার্কের পাশাপাশি এই দিনের ভিড়ের লড়াইয়ে ছিল কাশিপুর উদ্যানবাটীও। মূলত কল্পতরু উৎসবের অঙ্গ হতেই ভিড় জমান পুণ্যার্থীরা। পরিসংখ্যান বলছে এইদিন উত্তর কলকাতার এই স্থানে প্রায় ৭১ হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। তবে সবার উপরে ছিল ইকো পার্কের ভিড়। বছরের প্রথম দিনে সেখানে জমায়েত হয়েছিল ৯১ হাজার ৬৮৩ জনের। দ্বিতীয় স্থানে থাকে চিড়িয়াখানার ভিড় ছিল ৮৫ হাজার ৩৮৬ জন।