Train Engines: ইঞ্জিনের উপর নির্ভর করে ভাগ করা হয় ট্রেন, জানেন কি এই ইঞ্জিনের পার্থক্যগুলি। প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ ভারতীয় রেল পরিষেবাকে ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য। যারা ট্রেনে নিয়মিত যাতায়াত করেন তারা নিশ্চয়ই ইএমইউ, ডিইএমইউ এবং এমইএমইউ এই শব্দগুলোর সাথে পরিচিত। এই শব্দগুলো মূলত একটি ট্রেনের ইঞ্জিনকে নির্দিষ্ট করেষ ইঞ্জিনের উপর নির্ভর করে ট্রেনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এই সম্পর্কে বিস্তারিত জ্ঞান না থাকলে বহু ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় যাত্রীকে। তাই আজকের প্রতিবেদনে এই বিষয় নিয়ে আলোচনা করা হলো।
ট্রেনের ইঞ্জিনের (Train Engines) উপর নির্ভর করে ট্রেনকে তিনটি ভাগে ভাগ করা হয়। ইএমইউ, ডিইএমইউ এবং এমইএমইউ। একটি ট্রেন কোন শক্তির উপর নির্ভর করে কাজ করছে তার দ্বারাই নির্ধারণ করা হয় কোন ইঞ্জিনটি কোন ভাগে পড়বে। আবার অন্যদিকে ইঞ্জিনের ধরনের উপর নির্ভর করেও ট্রেনের গতিবেগ কত হবে এবং ট্রেনে কটি বগি থাকবে তা নির্ধারণ করা হয়।
ডিইএমইউ অর্থাৎ ডিজেল ইলেকট্রিক মাল্টিপেল ইউনিট। এই ধরনের ইঞ্জিনকে (Train Engines) আরও তিনটি ভাগে ভাগ করা যায়। যেগুলি হল ডিজেল হাইড্রোলিক ডেমু, ডিজেল ইলেকট্রনিক ডেমু এবং ডিজেল মেকানিক্যাল ডেমু। এই ট্রেনগুলি অনেক বেশি শক্তি সাশ্রয়ী। এর বিশেষ কারণও রয়েছে। এই ট্রেনগুলিতে প্রতি তিনটি কোচ অন্তর একটি করে পাওয়ার দেওয়া হয়।
আরো পড়ুন: ট্রেন আসতে দেরি, চিন্তা নেই ভারতীয় রেল দেবে লোভনীয় সব খাবার
ইএমইউ অর্থাৎ ইলেকট্রিক মাল্টিপ্যাল ইউনিট। এই ইঞ্জিন (Train Engines) যুক্ত ট্রেনগুলো কিন্তু দেশের সর্বোত্র চালানো হয় না। মূলত কলকাতা, দিল্লী, বোম্বে, চেন্নাই এই ধরনের বড় শহরগুলিতেই চালানো হয় ইমু ট্রেনগুলি। এই ট্রেনের ১২ টি থেকে ১৬ টি পর্যন্ত কোচ থাকতে পারে। এই ট্রেন চালানোর জন্য বিশেষ এক ধরনের প্যানটোগ্রাফ ব্যবহার করার প্রয়োজন হয়। ঘন্টায় ৬০ থেকে ১০০ কিমি পর্যন্ত গতিবেগে চলে এই ট্রেনগুলি।
এমইএমইউ অর্থাৎ মেইন লাইন ইলেকট্রিক মাল্টিপ্যাল ইউনিট ট্রেনের এই ইঞ্জিনগুলি সব থেকে বেশি উন্নত এবং উচ্চ প্রযুক্তিযুক্ত। এই ধরনের ইঞ্জিন যদি কোন ট্রেনে ব্যবহার করা হয় তাহলে সেখানে পাওয়ারের ব্যবস্থাটি মজবুত রাখা প্রয়োজন। প্রত্যেকটি ট্রেনের ক্ষেত্রে চারটি কোচ অন্তর একটি করে পাওয়ার কার লাগানো থাকে এই ট্রেনে ইঞ্জিনের ক্ষেত্রে। সাধারণত ২০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করার জন্যই ব্যবহার করা হয় এই ধরনের ট্রেনগুলি।