Carry Alcohol in Train: ভারতীয় রেলে মদ নিয়ে উঠতে চাইলে জেনে নিন রেলের এই নিয়মগুলো

Carry Alcohol in Train: ট্রেনে যাত্রার সময় অনেক সময় যাত্রীরা জিনিসপত্রের সাথে বিভিন্ন প্রকার খাবার সামগ্রী বহন করে নিয়ে গিয়ে থাকেন। মদ-ও একটি খাবার সামগ্রী তবে ট্রেনে মদ বহন করার ক্ষেত্রেও রয়েছে কিছু নিয়ম। শুধু খাদ্য দ্রব্য বা জিনিসপত্র নিয়ে যাওয়াতেই নয় বরং ট্রেনে উঠতেও যাত্রীদের মেনে চলতে হয় কিছু নিয়ম যা না মানলে ভারতীয় রেলের হাতে দিতে হয় মোটা অংকের জরিমানা। ট্রেন এবং অন্যান্য যাত্রীদের সুরক্ষার জন্য রয়েছে কিছু সাবধানতার নিয়ম। সেই নিয়মেই বলা রয়েছে ট্রেনে চড়ার সময় কি করা যাবে আর কি করা যাবেনা।

ট্রেনে মদ নিয়ে ওঠার ক্ষেত্রেও একটি নিয়ম রয়েছে। মদ একটি সাধারণ খাদ্যদ্রব্য তবে ট্রেনে চড়ার সময় মদ নিয়ে যাওয়া আসা (Carry Alcohol in Train) করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা আইন বিরুদ্ধও। মদের মধ্যে থাকে অ্যালকোহল যা একটি দাহ্য পদার্থ। তাই মদ বহন করার ফলে ট্রেনে আগুন লাগার মতো আরও অনেক দুর্ঘটনা ঘটতে পারে, যা একটি বড় দুর্ঘটনা এবং যাত্রী সুরক্ষার বিরুদ্ধে যেতে পারে। এমনকি মদ্যপান করেও ট্রেনে ওঠা বেআইনি। মদ্যপ অবস্থায় যাত্রীরা সঠিক আচরণ করতে পারেনা ফলে ট্রেনের অন্যান্য যাত্রীরা এর জন্য সমস্যায় পড়তে পারেন। যা ট্রেনের সুস্থ পরিবেশ ভেঙে দিতে পারে।

বর্তমানে রেলের নতুন নিয়ম অনুসারে ট্রেনে শুধু মদ নিয়ে যাওয়া নিষিদ্ধ নয় বরং তা একটি অপরাধও। মদের বোতল বা প্যাকেট সিল করা হোক বা খোলা, মদ নিয়ে ট্রেনে ওঠা আইনবিরুদ্ধ এতে মোটা অঙ্কের জরিমানা ধার্য করা হতে পারে। কোনো যাত্রী যাত্রা করার সময় মদ বহন (Carry Alcohol in Train) করার সময় যদি ধরা পড়ে তবে ভারতীয় রেলের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরো পড়ুন: এই মেল ট্রেনে চড়লে ছাড়তে হবে সময়ের হিসেব! জানুন কোন ট্রেন!

যদি কোনো যাত্রী ট্রেনে মদ নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে তাহলে তার উপর ৫০০ টাকা জরিমানা আরোপ করা হতে পারে। ক্ষেত্রবিশেষে শাস্তি আরোও গুরুতর হতে পারে। এর মধ্যে ছয় মাসের কারাদণ্ড বা টিকিট বাতিলের মতো শাস্তি হতে পারে। মূলত মদ্যপানের কারনে সৃষ্ট অসুস্থ পরিবেশ এবং মদের উপস্থিতিতে সৃষ্ট দুর্ঘটনা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মদ (Carry Alcohol in Train) ছাড়াও ট্রেনে আরও কয়েকটি জিনিস নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্টোভ, গ্যাস সিলিন্ডার, দাহ্য পদার্থ, বাজি, দুর্গন্ধযুক্ত জিনিস, তেজাব, চামড়া এবং গ্রীস। এইসব জিনিস নিয়ে ট্রেনে উঠলে দুর্ঘটনা বা যাত্রী সুরক্ষার ঘাটতি ঘটতে পারে। সেই জন্যই এইসব জিনিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *