Viral Nandini Didi: ভাগ্যে থাকলে কি না হয়? রাস্তা থেকে সোজা রেস্তোরাতে উঠে আসা যায়! ফুটপাথ থেকে সোজা এসি রেস্তোরাতে উঠে এসেছেন ভাইরাল দিদি নন্দিনী। এমন কি নতুন সেই রেস্টুরেন্টে মাসে দু লাখ টাকা খরচ হচ্ছে। এই রেস্টুরেন্টে নতুন কোনও পদ খেতে গেলে কত টাকা খরচ হবে আপনার? ডালহৌসির ফুটপাতের দোকান থেকে ভাইরাল হয়ে নিউ টাউনে ঝাঁ চকচকে এসি রেস্তোরা করেছেন নন্দিনীদি।
এসি রেস্তোরা করার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি। স্মার্টদিদির (Viral Nandini Didi) নতুন রেস্টুরেন্টেও ফুড ভ্লগাররা রোজ ভিড় করেন। তবে রোজ কিন্তু নন্দিনী দিদি আসেন না। নন্দিনী দিদির এই ব্যবসা প্রথম থেকেই মূলত দেখাশোনা করেন তার বাবা। রেস্টুরেন্টের দায়িত্বও তার হাতে।
নন্দিনীদি (Viral Nandini Didi) নতুন যে রেস্তোরাটি করেছেন সেই এসি রেস্তোরার মাসিক খরচ হচ্ছে ২ লাখ এমনটাই নন্দিনীদির বাবা। তবে কাস্টমারদের এখানে কাগজের প্লেটে করে খাবার পরিবেশন করা হয়। এখানে কাঁচের থালাতে খাবার পরিবেশন করা হয় না।
আরো পড়ুন: জগদীপ সিংহ, বিশ্বের সবথেকে বেশি বেতনভুক্ত চাকুরে
উল্লেখ্য, নন্দিনীদির (Viral Nandini Didi) নিউটাউনে আরও একটি রেস্তোরা আছে, সেখানে টিনের ছাদ রয়েছে। তবে ওই রেস্তোরার ও এসি রেস্তোরার খাবারের গুণগত মান একই! তবে এসিতে বসে খাওয়ার জন্য সব থালি পিছু বাড়তি ৩০ টাকা দিতে হয়। এই এসি রেস্তোরাতে নন্দিনীদির ভেজ থালির মূল্য হচ্ছে ১০০ টাকা।
এই ভেজ থালিতে থাকে দেরাদুন রাইসের ভাত, আলু ভাজা, বেগুনি, মুগের ডাল, আলু-বেগুন-বড়ির তরকারি , ফুলকপি আলুর তরকারি,পাঁপড় ভাজা। ওদিকে মটন থালিতে দু-পিস মটন আর ভাত খেতে চাইলে ২৩০ টাকা দিতে হবে কাস্টমারকে। এছাড়া ডাল, ভাজা, সব্জিও থাকবে কম্লিমেন্টারি হিসেবে। তবে নন্দিনীদির (Viral Nandini Didi) নন এসির হোটেলে এই মটন থালিই ২০০ টাকাতে মিলবে।