Gold Reserve: সোনাতেই শক্ত দেশের অর্থনীতি, কোন দেশের কাছে কত সোনা

Gold Reserve: পুরো বিশ্বে সোনার গুরুত্ব অপরিসীম। বিশ্ব বাজারেও এর মূল্য বেড়ে চলেছে ক্রমাগত। ফলে সোনা জমানোর ঝোঁকও বাড়ছে। সব রকম আর্থিক সমস্যার ক্ষেত্রে সোনা কেনাকে সবচেয়ে বেশি নিরাপদ বিনিয়োগ বলে ধরা হয়। শুধু আম জনতা নয় বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ধারণেও সোনার গুরুত্ব অপরিসীম। দেশের দর নিয়ন্ত্রণেও সোনার ভূমিকা রয়েছে। আর সেই জন্যই ক্রমাগত বাড়ছে সোনার দাম। মুদ্রাস্ফীতি বাড়লেও বিশ্বের বাজারে বাণিজ্য চালিয়ে যেতে টন টন সোনা কিনে রাখছে বিশ্বের দেশগুলি। এক্ষেত্রে আমাদের দেশ ভারতও তার ব্যতিক্রম নয়।

তবে এই সোনা জমানোর (Gold Reserve) নিরিখে ভারতের চেয়েও এগিয়ে রয়েছে আরও কয়েকটি দেশ। সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তরফে প্রকাশিত একটি তালিকায় দেখা গিয়েছে কোন দেশ কতটা সোনা জমা করেছে। এই তালিকায় রয়েছে আমাদের মাতৃভূমি ভারতও। দেখে নেওয়া যাক সোনা জমা করার তালিকায় আর কোন কোন দেশ রয়েছে:

১. সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী সব থেকে বেশি সোনা জমানো (Gold Reserve) দেশ হিসেবে রয়েছে আমেরিকা। আর এই দেশের অর্থনীতি বিশ্বে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই জন্যই। এই দেশের মজুত সোনার পরিমাণ ৮১৩৩.২৬ টন। জানা যায় আগের শতকের শেষ থেকে সোনা জমানো শুরু করে এই দেশ। ১৯৩৪ সালে ওই দেশের গোল্ড রিসার্ভ অ্যাক্টে সোনার ব্যক্তিগত মালিকানা সীমিত করে দেওয়া হয় এবং রফতানি বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকেই সোনার ভাণ্ডারে উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে এই দেশের।

২. দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। এই দেশের জমানো সোনার (Gold Reserve) পরিমাণ ৩,৩৫৯.১ মেট্রিক টন। সম্প্রতি এই পরিমাণ আরো বৃদ্ধি করেছে জার্মানি সরকার। ১৯২০ সালের মুদ্রাস্ফীতির হাত থেকে বাঁচতে সোনা জমাতে শুরু করে জার্মানি।

৩. তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের আরও একটি দেশ ইটালি। এই দেশে সোনা জমা (Gold Reserve) রয়েছে ২,৪৫১.৮ মেট্রিক টন। বিরাট এই সোনার ভান্ডার যে অর্থনৈতিক সমস্যার সময় দেশের উন্নতিতে এগিয়ে আসবে একথা অস্বীকার করা যায়না।

৪. সোনা জমানোর (Gold Reserve) হিসেবে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। এর জমা সোনার পরিমাণ প্রায় ২,৪৩৬ টন। জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সোনার তহবিলের বাড়বাড়ন্ত দেখা যায় এই দেশের।

৫. পঞ্চম স্থানে উঠে আসে চিন। সোনা জমানোর (Gold Reserve) নিরিখে এর জমানো সোনার পরিমাণ ২২৬৪ মেট্রিক টন।

আরো পড়ুন: পোস্ট অফিসের ধামাকা স্কিম, ৫০০ টাকা হবে ১ লক্ষ টাকা

৬. এরপর রয়েছে সুইৎজারল্যান্ড। এই দেশের ভাণ্ডারে রয়েছে ২০৩৯ মেট্রিক টন সোনা।

৭. এরপরই রয়েছে আমাদের দেশ ভারত। এদেশের মজুত করা সোনার পরিমাণ ৮৫৮.৩ টন।

৮. ভারতের পরেই সোনা জমানোর নিরিখে (Gold Reserve) অষ্টম স্থানে রয়েছে জাপান। এই দেশের গোল্ড রিজার্ভ রয়েছে ৮৪৫ টনের।

৯. নবম স্থানে রয়েছে নেদারল্যান্ডস। এই দেশের জমা করা সোনার পরিমাণ ৬১২ টন।

১০. তালিকার দশম স্থানে রয়েছে তুরস্ক। এই দেশের জমানো সোনার (Gold Reserve) পরিমাণ রয়েছে ৫৯৫ টন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *