Mallika Sagar Property: ক্রিকেটের জগতে মল্লিকা সাগরের নাম নতুন নয়। আইপিএলের দৌলতে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। গতবছরই ক্রিকেট জগতে প্রথম আত্মপ্রকাশ করেন মল্লিকা। তিনিই আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় নিলামকারী। সেখান থেকেই ক্রমশ জনপ্রিয়তা বেড়েছে এই তারকার। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি মল্লিকাকে। প্রথম দিন থেকেই তার নেতৃত্ব নজর কেড়েছে দর্শকদের।
এবছরেও একই ভূমিকায় টিভির পর্দায় দেখা গিয়েছিল মল্লিকা সাগরকে (Mallika Sagar Property)। আইপিএলের ইতিহাসের প্রথম মহিলা নিলামকারী হিসেবে সফল এই তারকার বংশ পরিচয় এবং অতীত নিয়ে নিশ্চই অনেকেই খোঁজ খবর রেখেছেন। কিন্তু এটা কি জানেন এই ৪৯ বছর বয়সী মল্লিকার সম্পত্তির পরিমাণ কত! হিসেব শুনলে যে কেউ চমকে উঠবে। হার মানবে বড় বড় সেলিব্রিটিরা।
২০২৪-এর নিলামে প্রথম বারের মত জনসমক্ষে আসেন মল্লিকা। ক্রীড়া নিলামের ক্ষেত্রে ওটিই তার হাতেখড়ি হলেও নিলামের কাজ এটা তার প্রথম নয়। নিলামের ইতিহাসের এক উজ্জ্বল সঞ্চালিকা হিসেবে বহুদিন কাজ করেছেন তিনি। জানা যায় ২৫ বছরেরও বেশি সময় ধরে রয়েছে অভিজ্ঞতা। আর এই দীর্ঘ সময়ে বেশ সফলতার সাথে নাম করেছেন তিনি। ব্যবসায়ী পরিবারের মেয়ে হয়ে নিলামের জগতে হাতেখড়ি। এরপর থেকে বারবার সফলতা এসে কপাল ছুঁয়েছে মল্লিকার (Mallika Sagar Property)।
আরো পড়ুন: তাড়াতাড়ি বড়লোক হওয়ার উপায় খুঁজছেন! বদলে ফেলুন কিছু অভ্যাস
জানা যায় মুম্বাইয়ের বিখ্যাত পুনডলে আর্ট গ্যালারিতে নিজের নিলাম সঞ্চালিকা হিসেবে কেরিয়ারের প্রথম নিলাম করেন তিনি। তখন ভারতের আধুনিক এবং তখনকার শিল্প নিলামের হাতেখড়ি হয় তাঁর। ক্রীড়া জগতে প্রথম কাজ করেছেন প্রো কবাডি লীগে। জীবনের দৌড়ে সফল এই ব্যক্তিত্বের মোট সম্পত্তির পরিমাণ (Mallika Sagar Property) শুনলে চমকে যাবেন। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী মল্লিকা সাগরের সম্পত্তির পরিমাণ ১৫ মিলিয়ন যা ভারতীয় মুদ্রায় ১২৭ কোটির বেশি।
শিক্ষা গ্রহণের কথা বলতে গেলে জানা যায় আর্ট হিস্ট্রি নিয়ে ফিলাডেলফিয়ার ব্রায়ান নাভারে কলেজে পড়েন তিনি। এরপর ২০০১ সালে ২৬ বছর বয়সেই নিলাম সংস্থা ক্রিস্টিতে যোগ দেন তিনি। সেই কেরিয়ারের শুরু এরপর বারংবার সফলতার ছোঁয়া পেয়েছেন মল্লিকা। আর এই সফলতাই তাঁকে নিয়ে আসে কোটি টাকার লীগ আইপিএলের মঞ্চে। এদিকে আইপিএলের প্রথম দশটি সিজনের দায়িত্বে ছিলেন রিচার্ড ম্যাডলি। তারপর হিউজ এডমিসকেও দেখা গিয়েছিল এই ভূমিকায়। এরপর ২০২৩ সালে হওয়া নিলামের সময় থেকেই নিলামের হাতুড়ি হাতে তুলে নেন মল্লিকা (Mallika Sagar Property)। জানা যায় ২০২১ সালে কোভিডের সময় ব্যাক আপ হিসেবে যোগাযোগ করা হয় মল্লিকার সাথে। তখনই ক্রিকেট বিশ্বের সাথে প্রথম পরিচিত হয় আইপিএলের এই প্রথম মহিলা নিলামকারী।