World Chess Championship: ছোট থেকেই দাবা খেলায় মগ্ন থাকতেন গুকেশ। খেলেছেন একাধিক স্তরের দাবা প্রতি যোগিতা। ২০১৭ সালে মাত্র ১১ বছর বয়সের একটি ইন্টারভিউতে সংবাদমাধ্যমের সামনে কাঁপা কাঁপা গলায় জানান তিনি বিশ্বের কনিষ্ঠতম দাবা চ্যাম্পিয়ন হতে চান। এরপর কেটে গেছে ৭ বছর। এবার সত্যিই সেই এগারো বছরের ছেলেটি বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছে। গল্পের মতো শোনালেও এটাই দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Chess Championship) জেতা ডি গুকেশের জীবনের একমাত্র বাস্তব।
মাত্র ১৮ বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন (World Chess Championship) হয়েছেন ডি গুকেশ। চেন্নাইয়ের বাসিন্দা এই ভারতীয় দাবাড়ু গত বৃহস্পতিবার চীনের ডিং লিরেনকে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের (World Chess Championship) ফাইনালে হারিয়ে জিতে নিলেন খেতাব। সিঙ্গাপুরে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব তো জিতেছেনই সঙ্গে জিতেছেন অর্থ পুরস্কারও। ভারতীয় টাকার হিসেবে গুকেশের প্রাপ্ত অর্থ পুরস্কারের পরিমাণ কত জানুন!
দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে (World Chess Championship) মোট পুরস্কারের মূল্য থাকে আমেরিকান ডলারের হিসেবে ২৫ লক্ষ ডলার। এর মধ্যে প্রতি লীগ ম্যাচ জেতার জন্য বিজয়ী প্রতিযোগী পেয়ে থাকেন ২ লক্ষ ডলার। যা ভারতীয় টাকার হিসেবে দাঁড়ায় প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট জিতেছে তিনটি লীগ ম্যাচ ফলে এর থেকে তিনি পেয়েছেন ৫ কোটি ৭ লক্ষ টাকা। দুটি ম্যাচে যেতেন ওপর এক ফাইনালিস্ট লিরেন। তিনি জেতেন ৩ কোটি ৩৮ লক্ষ টাকা বা ৪ লক্ষ ডলার। মোট পুরস্কার মূল্যের ১০ লক্ষ ডলার জিতে নেন এই দুই ফাইনালিস্ট। বাকি ১৫ ডলার ভাগ হয় দুই প্রতিযোগীর মধ্যে। এর ফলে দাবায় বিশ্বজয়ী গুকেশ পান ১৩.৫ লক্ষ ডলার বা ১১ কোটি৪৫ লক্ষ টাকা। অন্যদিকে হেরে গেলেও চীনের দাবাড়ু লিরেন পেয়েছেন ৯ কোটি ৭৫ লক্ষ টাকা।
আরো পড়ুন: চলছে চুটিয়ে প্রেম, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই ভারতীয় ক্রিকেটার
বৃহস্পতিবার কালো ঘুঁটিতে ছিলেন গুকেশ। দাবা খেলার ক্ষেত্রে সাধারণত সাদা গুটির প্রতিযোগী একটু বিশেষ সুবিধা ভোগ করেন। যদিও এর আগেও গুকেশ কালো ঘুঁটিতেই হারিয়েছিলেন লিরেনকে। আর এবারও তার অন্যথা হয়নি। কালো ঘুঁটিতেই বাজিমাত করলো ভারতের ১৮ বছর বয়সী বিশ্বের কনিষ্ঠতম দাবা চ্যাম্পিয়নশিপ (World Chess Championship) উইনার ডি গুকেশ। জেতার পর চোখের জল ধরে রাখতে পারেননি তিনিও। একটি ভাইরাল ভিডিওতে গুকেশের বাবাকেও আনন্দের অশ্রু ঝরাতে দেখা গিয়েছে।
লিরেনের একটি ভুল সুযোগ হাতছাড়া করেননি এই ভারতীয় তরুণ। এর আগে গ্যারি ক্যাসপার্ভ ২২ বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Chess Championship) জিতে বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে এই শিরোপা জেতেন। এদিন তাঁর রেকর্ড ভেঙে মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জেতেন গুকেশ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এদিন এই খেতাব জেতেন ভারতের গুকেশ।