Air Defence System: ইরান-ইজরায়েলের মতো যুদ্ধে ভারত সম্মুখীন! কেমন হবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম

বর্তমানে তুমুল লড়াইয়ের সম্মুখীন ইরান-ইজরায়েল। ইতিমধ্যেই ইরান তরফে ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইজরায়েলের দিকে। যার মধ্যে ইজরায়েলের তৈরি অ্যারো ২, অ্যারো ৩ সহ আরো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনী ইরানের বহু ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার কাজে সক্ষমতা প্রকাশ করেছে। তবে যদি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলা হয় তাহলে ভারতের এই প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বের তুলনায় অনেকটাই শক্তিশালী এবং উন্নত হয়েছে। ভারতের এই সিস্টেমের নাম বিএমডি অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স (Air Defence System)। এই সিস্টেমটি এমনভাবেই তৈরি করা হয়েছে যা পৃথিবীর বায়ুমন্ডলের ভিতর এবং বাইরের উভয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকেই বাধা দিতে এবং ধ্বংস করতে সাহায্য করবে। তাই চলুন এই যুদ্ধের আবহেই জেনে নেওয়া যাক ভারতের মিসাইল সিস্টেমগুলির কার্যকলাপ সম্পর্কে।

Ballistic Missile Defence System

ভারতের এই প্রতিরক্ষা ব্যবস্থা বিপরীত পক্ষের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দিতে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বাধা দেওয়ার কাজ করবে। মূলত এই প্রতিরক্ষা ব্যবস্থা পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System) হাই অ্যালটিটিউড ইন্টারসেপশন এবং অ্যাডভান্স এরিয়া ডিফেন্স লোয়ার অ্যাল্টিটিউড-এর বিরুদ্ধে উন্নত এলাকাগুলিতে প্রতিরক্ষার কাজ করবে। তবে ভারতের এই সিস্টেম তৈরি হয়েছে ইজরায়েল, আমেরিকা ও রাশিয়ার সহযোগিতায়।

ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের কাজ

ভারতের এই প্রতিরক্ষা ব্যবস্থার উপর বহুবার পরীক্ষা করা হয়েছে। যেখানে ভারতের এই প্রতিরক্ষা ব্যবস্থা সফল হয়েছে। ভারতের এই BMDS ব্যবস্থা মূলত দুটি পর্যায়ে কাজ করবে। একটি হলো পৃথ্বী এয়ার ডিফেন্স যেখানে ২০০০ কিমি দূরত্বে ক্ষেপণাস্ত্রগুলিকে আটকাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা। দ্বিতীয়টি হল অ্যাডভান্স এয়ার ডিফেন্স যেখানে ৫০০০ কিমি দূরত্বে ক্ষেপণাস্ত্রগুলিকে নিক্ষেপ করতে সাহায্য করবে।

S-400 Triumph

ভারতের আরো একটি প্রতিরক্ষা ব্যবস্থা হল S-400। যা বিমান নিরাপত্তা জোরদার করতে রাশিয়া থেকে এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে ভারত। যা মূলত ৪০০ কিমিঃ দূরত্বে বিমান হামলার বিরুদ্ধে লড়াই করবে এই ক্ষেপণাস্ত্র। পাশাপাশি একাধিক লক্ষ্য ট্র্যাক, বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ধ্বংশ করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই সিস্টেমের। এর মধ্যে রয়েছে একটি বিশেষ উন্নত মানের র‍্যাডার সিস্টেম। যা যেকোনো ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে সক্ষম।

Project Kusha

এটি হল একটি প্রকল্প। যা প্রতিরক্ষা গবেষণা ও সংস্থার উন্নয়ন করে। আর এই প্রকল্পের অধীনে ভারত তৈরি করছে একটি এক্সটেন্ডেড রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System)। যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় থাকবে তিন ধরনের ইনসেপ্টর।

Akash Missile System

বিমান হামলা বন্ধ করতে ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

Barak 8

ভারত এবং ইজরায়েলের যৌথ উদ্যোগে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা যা ভারতীয় নৌবাহিনীর জাহাজে রাখা হয়েছে মূলত বিমান হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাশাপাশি এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে ভারতীয় বায়ু সেনাঘাঁটিতেও

BrahMos Missile

ভারতের সামরিক সক্ষমতায় তৈরি এই ক্ষেপণাস্ত্র। যা রাশিয়ার সাথে যৌথ উদ্যোগে তৈরি করেছে ভারত।

Drone & UAV

নজরদারি এবং আক্রমণ রুখতে ভারতীয় সেনাবাহিনীতে মোতায়েন করা হয়েছে বহু উন্নত মানের ড্রোন এবং ইউএভি।

Agni Missile

ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলি।

Nag Missile System

এটি একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডের ক্ষেপণাস্ত্র। যা দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *