এক মাত্র সরকারি টেলিকম সংস্থা হয়ে বাজার কাঁপানোর প্রস্তুতি নিয়ে চলেছে BSNL! জিও-এয়ারটেলের সাথে বাজারে প্রতিযোগিতায় নামতে 4G পরিষেবার পর এবার 5G পরিষেবা প্রদানের পথে হাঁটছে এই সংস্থাগুলি। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই সংস্থার প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতি তৈরি হচ্ছে স্বদেশী কোম্পানিগুলি দ্বারা।
এবার আপনি যদি বিশেষ (BSNL Fancy Number) কোনো নাম্বার ব্যবহার করতে চান তাহলে BSNL VIP নাম্বার নিতে নিলামে অংশ নিতে পারেন। এই নিলামে অংশগ্রহণের মাধ্যমে আপনি আপনার বিশেষ নাম্বারটি বুক করতে পারবেন। তবে কিভাবে নিলামের জন্য আবেদন করবেন সেটা আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো!
আজকাল জনপ্রিয় হয়ে উঠেছে এই জনপ্রিয় সংস্থা BSNL। সংস্থাটি নিজেদের গ্রাহকদের জন্য একের পর এক সস্তার অফার নিয়ে এসে চমক লাগিয়েছে টেলিকমের জগতে। সস্তার প্ল্যান অফার করে অন্য সমস্ত সংস্থাগুলিকে পিছনে ফেলে দিয়েছে। আর এই জন্যই সাম্প্রতিক কালে গ্রাহকের রেকর্ড সংখ্যা বেড়েছে এই সংস্থার।
আরো পড়ুন: যাচাই করা হবে আধার কার্ড, নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার
এবার সংস্থাটি গ্রাহকদের পছন্দের VVIP নাম্বার দেওয়ার কথা ঘোষণা করলো। এতে গ্রাহকরা নিজেদের পছন্দ মতো নাম্বার নিজেদের মোবাইল নাম্বার হিসেবে নিতে পারবেন। তবে এই বিশেষ নাম্বার (BSNL Fancy Number) পেতে হলে নিলামে অংশ নেওয়া বাধ্যতামূলক। নিলামটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন হতে চলেছে। এই নিলামে অংশ নিয়েই নিজের বিশেষ নাম্বারটি বুক করতে পারবেন গ্রাহকরা।
এই নিলামে অংশ নিতে হলে আগে BSNL-এর সরকারি ওয়েবসাইটে https://eauction.bsnl.co.in/ -এ যেতে হবে। এরপর সেখানে গিয়ে নিজের টেলিকম সার্ভিস বেছে নিয়ে রেজিষ্টার করতে হবে। এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে উপলব্ধ ভিভিআইপি নাম্বারগুলো (BSNL Fancy Number) থেকে নিজের পছন্দের নাম্বারটি নির্বাচন করে ধার্য করা অর্থ প্রদান করতে হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনি আপনার ভিভিআইপি নাম্বারটি পেয়ে যাবেন। তবে মনে রাখবেন শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই সুবিধা পাবেন।