IRCTC Tatkal Tickets: হঠাৎ ভ্রমন পরিকল্পনা করছেন, নিশ্চিত ট্রেনের টিকিট কিভাবে পাবেন

IRCTC Tatkal Tickets: শীতের সময় মনের মধ্যে ঘুরতে যাওয়ার ইচ্ছে আসেনা এমন বাঙালি বোধ হয় নেই। কিন্তু সমস্যা থাকে ছুটি পেতে। সব কিছু সামলে ছুটি পেলেও আগে থেকে ট্রেনের টিকিট বুক করার সময় বা সুযোগ কোনোটাই থাকেনা। তখন ভ্রমণ প্রিয় বাঙালির কাছে একটাই অপশন থেকে যায়। আর সেটা হলো ট্রেনের তৎকাল টিকিট কাটা। তবে এতেও রয়েছে বিপত্তির সম্ভাবনা। সঠিক উপায় না জানলে তৎকালেও টিকিট পাওয়া হয়ে যায় অনিশ্চিত। তবে জানেন কি রেলের কিছু নিয়ম রয়েছে যা জানলে নিশ্চিত টিকিট পাওয়া যায়! রইলো বিস্তারিত।

অনলাইনে টিকিট কাটার নিয়ম:

অনলাইনে তৎকাল টিকিট (IRCTC Tatkal Tickets) কাটার জন্য সবার আগে IRCTC অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে দ্রুত টিকিট কাটতে হবে। যাওয়ার আগের দিন কাটা যায় তৎকালের টিকিট। তবে এর জন্যও নির্ধারিত রয়েছে সময়। যাত্রার আগেরদিন যেকোনো সময় টিকিট কাটা যাবেনা। এসি কামরায় টিকিট পেতে হলে সকাল ৯টা বেজে ৫৭ মিনিটের মধ্যে লগইন করতে হবে। আর যদি স্লিপারের টিকিট কাটতে হয় তবে তার জন্য সকাল ১০টা বেজে ৫৭ মিনিটে করতে হবে লগ ইন। এরপর যাত্রার শুরু এবং শেষের স্টেশনের নাম লিখে সাবমিট করে অপেক্ষা করতে হবে। এর পরে ততকাল টিকিট বুকিং শুরু হলেই টিকিট কাটা যাবে।

টিকিটের মূল্য:

তৎকালে টিকিটের (IRCTC Tatkal Tickets) মূল্য সাধারণ টিকিটের চেয়ে কিছুটা বেশি থাকে। ফার্স্ট ক্লাস কোচে বুকিং করতে ৩০ শতাংশ বেশি দাম ধার্য করে IRCTC। এই ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীতে এই দাম ১০ শতাংশ বেশি নেওয়া হয়।

আরো পড়ুন: গতি কমতে চলেছে বন্দে ভারতের, কি বলছে রেল জানুন

নিশ্চিত তৎকাল টিকিট (IRCTC Tatkal Tickets) পাওয়ার উপায়:

টিকিট বুক করার সময় দ্রুততা বজায় রাখতে হবে। বুকিং শুরু হওয়া মাত্রই টিকিট বুক করলে নিশ্চিত টিকিট পাওয়া যাবে। এর জন্য করতে হবে কয়েকটা কাজ। আগে থেকেই লগ ইন করে নাম, বয়স ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় তথ্য IRCTC অ্যাপে নথিভুক্ত করে রাখতে হবে। এরপর মাই প্রোফাইল অপশনে গিয়ে ড্রপ ডাউনে মাস্টার লিস্ট পাওয়া যায়। সেখানেই তৈরি করা যায় সম্ভাব্য যাত্রীদের নামের তালিকা। যেখানে টিকিট কাটার আগে থেকেই যাত্রীদের তথ্য নথিভুক্ত করে রাখা যায়।

একই ভাবে বানিয়ে রাখা যায় ট্রাভেল লিস্ট। সেটিও থাকে মাই প্রোফাইল অংশে। এই ক্ষেত্রে মাস্টার লিস্ট থেকে যাত্রীরা ভ্রমণের জন্য টিকিট কাটার ক্ষেত্রে সময় বাঁচে যার ফলে বিশেষ সুবিধা হয়। তাই তালিকা বানিয়ে রাখলে বেশ খানিকটা সময় বাঁচানো যায়। অন্যদিকে টিকিটের মূল্য মেটানোর ক্ষেত্রেও সময় বাঁচানো সম্ভব। এক্ষেত্রেও যদি আগে থেকেই পেমেন্টের মাধ্যম সেভ করে রাখা যায় তাহলে বুকিং শুরু হলে অল্প সময়ের মধ্যেই নিশ্চিত তৎকাল টিকিট (IRCTC Tatkal Tickets) কাটা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *