Fake 500 Rupees Note: ভারতের বাজারে ঘুরছে নকল ৫০০ টাকার নোট, কিভাবে চিনবেন

Fake 500 Rupees Note: অতীতে ২০০০ এবং তারও আগে ১০০০ টাকার নোট থাকলেও বর্তমানে ভারতে ৫০০ টাকার নোটের মূল্য সবচেয়ে বেশি। ১০০০ এবং ২০০০ টাকার নোট থাকলেও জালিয়াতি সহ বিভিন্ন কারণে সেই নোটগুলি বাতিল করা হয়। এবার ৫০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের। তবে কি এবার বন্ধ হতে চলেছে ৫০০ টাকার ভারতীয় নোট? উত্তর জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

জাল ৫০০ টাকার নোট (Fake 500 Rupees Note) বৃদ্ধি:

ভারতীয় বাজারে জাল ৫০০ টাকার নোটের (Fake 500 Rupees Note) বৃদ্ধি ঘটছে চোখে পড়ার মতো। ভারতীয় অর্থ মন্ত্রকের দেওয়া সতর্ক বার্তা অনুযায়ী গত ৫ বছরে ভারতে ৩১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা।

  • ২০১৮-১৯ সালে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা ছিল ২১,৮৬৫ মিলিয়ন।
  • ২০২২-২৩ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৯১,১১০ মিলিয়ন।
  • ২০২৩-২৪ অর্থ বছরে এর সংখ্যা কিছুটা কমে হয়েছে ৮৫,৭১১ মিলিয়ন।

আসল নোট চেনার উপায়:

  • আসল ৫০০ টাকার নোটের আকার ৬৬x১৫০ মিমি।
  • নোটে দেবনগরী হরফে ৫০০ লেখা থাকবে।
  • নোটের ডানদিকে অশোকস্তম্ভ থাকবে।
  • বাম দিকে নোট ছাপানোর বছর উল্লেখ থাকে।
  • আরোহী ফন্টে সংখ্যা লেখা থাকে।
  • ৫০০ লেখা ইলেকট্রটাইপ ওয়াটার মার্ক থাকবে।
  • নোট ঘোরালে বা বাকালে সবুজ থেকে নীলচে রং ধরে।
  • মাইক্রো অক্ষরে ভারত এবং RBI লেখা থাকবে।

জাল নোট চেনার গুরুত্ব:

সম্প্রতি ভারত জুড়ে একাধিক জায়গায় ৫০০ টাকার জাল নোটের (Fake 500 Rupees Note) কারবার ধরা পড়েছে। যার ফলে অন্ধ্রপ্রদেশে প্রতারিত হয়েছেন অনেক সাধারণ মানুষ। তাই সকলেরই ভারতীয় নোট চেনার সঠিক জ্ঞান থাকতে হবে।

আরো পড়ুন: নিয়ম বদলে গেলো পাসপোর্টের, জালিয়াতি রুখতে কড়া হলো কর্তৃপক্ষ

পুরানো বা ছেঁড়া নোট কি করবেন?

রিজার্ভ ব্যাংকের নিয়ম মাফিক কোনো রকম পুরানো বা ছেঁড়া বা বিকৃত ৫০০ টাকার নোট (Fake 500 Rupees Note) ব্যাংকে জমা দিয়ে বদলে নেওয়ার সুযোগ থাকবে। এই বিষয়ে কোনো ব্যাংক সাহায্য করতে না চাইলে সরাসরি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে অভিযোগ জানাতে হবে।

সতর্ক বার্তা:

ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে এবং ভারত সরকারের পক্ষ থেকে দেশের কারেন্সি নোটগুলি গ্রহণের সময় সতর্ক থাকতে বলা হচ্ছে। কারণ অল্প অসাবধানতায় বড় বিপদ ডেকে আনতে পারে। ৫০০ টাকার জাল নোট (Fake 500 Rupees Note) বেড়ে যাওয়ার কারণে সঠিক ভাবে পর্যবেক্ষণ করে তবে জাল নোট চিহ্নিত করতে হবে। এটাই দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *