Howrah Railway Station: যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনে চেহারা বদলের কাজ চলছে বহুদিন ধরেই। ভারতীয় রেলের অন্যতম ব্যস্ততম স্টেশন হলো এই হাওড়া স্টেশন। ২০২৫ সাল থেকেই হাওড়া স্টেশন সাজানোর কাজ শুরু হবে বলে জানায় পূর্ব রেল। তাই নতুন বছরে ইতিমধ্যেই নতুন রূপে সেজে উঠতে শুরু করেছে পূর্ব রেল। যেখানে বদলে যেতে চলেছে হাওড়া স্টেশনের চেনা পরিচিত সেই ছবি। সাজগোজের প্রথম ধাপ হিসেবে প্রথমেই বাড়ানো হচ্ছে প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য। ফলে নতুন বছর থেকেই যাত্রীদের ভোগান্তি কমতে চলেছে।
এর জন্য হাওড়া স্টেশনের (Howrah Railway Station) ১ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২৯০ মিটার থেকে বাড়িয়ে করা হচ্ছে ৬৩০ মিটার। ৮ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৫৫৪ মিটার থেকে বেড়ে হচ্ছে ৬০০ মিটার। একই ভাবে ৯ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে হচ্ছে ৬০৬ মিটার, ১০ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে হচ্ছে ৫৪২ মিটার। প্রতিদিন এই স্টেশন থেকে দশ লক্ষের বেশি যাত্রীদের যাতায়াত হয়। আর এই বিপুল সংখ্যক যাত্রী পরিষেবা দিতে ৫০০টি লোকাল ট্রেন এবং ২৫২টি দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে।
ব্যস্ত হাওড়া রেলস্টেশনের (Howrah Railway Station) প্ল্যাটফর্মগুলি চওড়া হলে বাস্তবে অতিরিক্ত যাত্রীর চাপ কিছুটা যে সামলানো যাবে একথা ভেবেই এগোতে চাইছে রেল। কারণ হাওড়া স্টেশনের সব চেয়ে বড় সমস্যা হয় যখন লোকাল ট্রেন প্ল্যাটফর্ম না পাওয়ার জন্য ইয়ার্ডে দীর্ঘক্ষণ অপেক্ষা করে। আবার কখনও বা নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে হাজির হয় ট্রেন। সেক্ষেত্রে অফিস যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়।
আরো পড়ুন: হাওড়া-ব্যান্ডেল শাখায় যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ, কি ভাবছে রেল
এবার ১১ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে করা হচ্ছে ৫৪২ মিটার। ১২ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে হচ্ছে ৫৯০ মিটার। ১৩ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে করা হয়েছে ৫৪১ মিটার, ১৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে করা হচ্ছে ৫৮১ মিটার। এছাড়া হাওড়া স্টেশনের (Howrah Railway Station) ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে করা হচ্ছে ৫৯০ মিটার।
এছাড়াও সূত্রের খবর হাওড়া স্টেশনের (Howrah Railway Station) প্ল্যাটফর্মের সংখ্যা বাড়ানো, লাইনের সংখ্যা বাড়ানো সহ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়ানোর কাজ চলছে। যাতে এবার একবারে ২৪ কোচের ট্রেন দাঁড়াতে পারে। এছাড়াও সিগন্যালিং সিস্টেমেও উন্নতি ঘটানো হচ্ছে যাতে ইয়ার্ডে অপেক্ষা না করে ট্রেন দ্রুত স্টেশনে ঢুকতে পারে। এতে কোনো বিলম্ব ছাড়াও দ্রুত স্টেশনে ঢুকতে পারে ট্রেন। এর জন্য হাওড়া স্টেশনের ২৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে করা হয়েছে ৬৩৫ মিটার। খবর অনুযায়ী ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই নতুন রূপে দেখা যাবে হাওড়া স্টেশনকে।