Hypersonic Missile: ভারতের হাতে হাইপারসনিক মিসাইল, ঘুম উড়বে শত্রুদের। শত্রু দেশগুলির সাথে মোকাবিলা করার জন্য ভারত তাদের প্রতিরক্ষা মুলক ব্যবস্থা প্রতিনিয়ত উন্নত করেই চলেছে। ভারতের অস্ত্র ভান্ডারে যুক্ত হচ্ছে একের পর এক বিধ্বংসী উপকরণ। এবার ভারতের হাতে এসেছে এমন একটি মিসাইল যা মুহূর্তের মধ্যে হামলা করতে পারে শত্রুদের উপরে। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় শত্রু দেশ পাকিস্তান ও চীন।
ডিআরডিওর বিরাট সাফল্যে উচ্ছশিত ভারত, কিন্তু চিন্তান্বিত পাকিস্তান ও চীন। ভারতের হাতে এসেছে এমন এক বিশেষ ধরনের মিসাইল যার গতিবেগ শব্দের চেয়ে ৬ গুণ বেশি। আমেরিকার মতন দেশও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার আগে বারংবার চিন্তাভাবনা করে। ভারতের হাতে এসেছে একটি দুটি নয়, মোট তিনটি হাইপারসোনিক মিসাইল (Hypersonic Missile)। ভারতের অস্ত্র ভান্ডারে এই মিসাইল থাকাই শত্রু দেশের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র সম্পর্কিত বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই হাইপারসোনিক মিসাইলগুলির (Hypersonic Missile) পাল্লা দেড় হাজার কিলোমিটার। এই মিসাইলগুলি পারমানবিক ওয়ার হেড বহন করতে সক্ষম। ব্রহ্মস টু সুপারসনিক ক্রুইস মিসাইলে যে ইঞ্জিন ব্যবহার করা হয় সেই একই স্ক্যামজেট ইঞ্জিন ব্যবহার করা হয় এই হাইপারসনিক মিসাইলেও। ভারতীয় সেনাবাহিনী, নৌ সেনা ও বায়ুসেনা তিনটি বিভাগের হাতেই দেওয়া হবে এই মিসাইলগুলি।
আরো পড়ুন: যুদ্ধ ভুলে একত্রিত হলো রাশিয়া ইউক্রেন, ভারতের জন্যই সম্ভব হলো সব
হাইপারসনিক মিসাইলগুলির (Hypersonic Missile) গতি ম্যাচ পাঁচ থেকে ম্যাচ ২৫ পর্যন্ত হতে পারে। অর্থাৎ মিসাইলের গতিবেগ শব্দের গতিবেগের তুলনায় ৫ গুন থেকে ২৫ গুন পর্যন্ত বেশি হতে পারে। ডিআরডিওর পক্ষ থেকে যে মিসাইলগুলি তৈরি করা হয়েছে সেইগুলির গতিবেগ ৬২০০ কিলোমিটার প্রতি ঘন্টা। মানে এর গতি ম্যাচ ছয়। অর্থাৎ ভারতের কাছে থাকা মিসাইলগুলির গতিবেগ শব্দের তুলনায় ছয় গুণ বেশি।
এরকম একটা ভয়ংকর ক্ষেপণাস্ত্র ভারতের কাছে থাকাই শত্রু দেশের ভয় পাবার জন্য যথেষ্ট বড় কারণ। এই মিসাইলগুলি এতটাই দ্রুতগতিসম্পন্ন যে এর বিনাশ প্রায় অসম্ভব। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এই হাইপারসনিক মিসাইল (Hypersonic Missile) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এই মিসাইলগুলি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিশ্বের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। আধুনিকতা এবং নিরাপত্তা ব্যবস্থা সবদিক থেকে বিচার করলেই এই হাইপারসনিক মিসাইলগুলি ভারতীয় অস্ত্র ভান্ডারকে সমৃদ্ধ করছে।