IARI Recruitment: কোনরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করতে চলেছে এই কেন্দ্রীয় সংস্থা। বছরের শুরুতেই সুখবর দিল কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI)। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ সংস্থার অধীনে এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। একাধিক শূন্যপদে আবেদন করার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা। তাহলে দেরি না করে চলুন জেনে নিই এর আবেদন বৃত্তান্ত।
সংস্থার নাম:
ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI Recruitment)।
পদের নাম:
সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দুটি পদে কর্মী নিয়োগ করা হবে।
১. সিনিয়র রিসার্চ ফেলো
১. ইয়ং প্রোফেশনাল
শূন্যপদের সংখ্যা:
ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ অধিনস্ত ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট (IARI Recruitment) সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ০৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে সংস্থাটি।
যোগ্যতা:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইয়ং প্রোফেশনাল পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের এগ্রিকালচার বা সমতুল্য বিষয়ে স্নাতক পাশ করতে হবে। এছাড়া সিনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য প্রার্থীদের রসায়ন, এগ্রিকালচার, অ্যাগ্রোকেমিক্যাল বা মেটেরিয়াল সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে।
কর্ম অভিজ্ঞতা:
IARI সংস্থায় (IARI Recruitment) আবেদনের জন্য ইয়ং প্রোফেশনাল পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের সায়েন্স এন্ড প্ল্যান্ট নিউট্রিয়েন্ট অ্যানালিসিস নিয়ে কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সিনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য প্রার্থীদের NET উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
এই সংস্থায় নিযুক্ত ইয়ং প্রোফেশনাল পদের কর্মীদের মাসিক ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং সিনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনের জন্য প্রার্থীদের ৩৭ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আরো পড়ুন: বছরের শুরুতেই সুখবর, ব্যারাকপুর এয়ার ফোর্স স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
বয়সসীমা:
উভয় ক্ষেত্রেই প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:
উপরোক্ত উল্লেখিত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সমস্ত নথি পাঠিয়ে দিতে হবে।
সময়সীমা:
সংস্থার পক্ষ থেকে আগামী ২৬শে জানুয়ারির মধ্যে আবেদন জানিয়ে সমস্ত নথি পাঠাতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের।
ইন্টারভিউয়ের তারিখ:
সংস্থার বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে আগামী ৫ই ফেব্রুয়ারি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।