Aadhaar Update Online: আধার কার্ডের এই কাজটি না করলে বন্ধ হবে পরিষেবা

Aadhaar Update Online: কেন্দ্রীয় সরকারের তরফে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে! যা না করলে দিতে হবে বড়সড় জরিমানা। ২০২৪ সালের ১৪ই ডিসেম্বরের মধ্যে গ্রাহকদের আধার আপডেট করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে বিনামূল্যে ভারতীয় নাগরিকরা তাঁদের আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবেন। তবে এই সময়সীমা শেষ হয়ে গেলে নির্ধারিত জরিমানা দিয়ে তবেই এই আপগ্রেডেশন সম্পন্ন করতে হবে। এই কাজের জন্য গ্রাহকদের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে লগইন করে কাজটি সম্পন্ন করতে হবে।

লিংক: myaadhaar.uidai.gov.in

আধারে (Aadhaar Update Online) কোন কোন তথ্য আপলোড করতে হবে জানুন:
উল্লেখিত সময়ের মধ্যে গ্রাহকদের নিজেদের নাম, ঠিকানা এবং জন্ম বৃত্তান্তের মতো তথ্য পরিবর্তন করতে পারবেন। তবে বায়োমেট্রিক তথ্য পরিবর্তন করতে হলে গ্রাহকদের কোনো আধার কেন্দ্রে যেতে হবে। বায়োমেট্রিক আপডেটের মধ্যে রয়েছে আঙুলের ছাপ এবং চোখের মণির ছবি সংক্রান্ত তথ্য। তবে জন্মতারিখ বা লিঙ্গ পরিবর্তনের এই কাজটি করার জন্য প্রতিটি গ্রাহক মাত্র এক বার সময় পাবেন।

আধার আপডেট (Aadhaar Update Online) পদ্ধতি:

আধার আপডেটের এই কাজটি করার জন্য গ্রাহকদের উপর উল্লেখিত নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিম্নলিখিত উপায়ে কাজটি করতে হবে। চলুন জেনে নিই:

  1. প্রথমে my Aadhaar ওয়েবসাইটে লগইন করতে হবে।
  2. এরপর আধার নাম্বার এবং ওটিপি দিয়ে লগইন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  3. এরপর মাই আধার অপশনে ক্লিক করতে হবে
  4. এরপর আপডেট ইউর আধার অপশনে ক্লিক করে নথি আপলোড করতে হবে।
  5. এরপর ক্যাপচা এবং ওটিপি দিয়ে কাজটি সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন: কিভাবে নতুন প্যান কার্ডের আবেদন করবেন, খরচ সম্পর্কে জানালো ভারত সরকার

সময়সীমা:

গ্রাহকদের নিজেদের আধার আপগ্রেড (Aadhaar Update Online) করার জন্য প্রথমে ১৪ই জুন ২০২৪ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। পরে তা বাড়িয়ে প্রথমে ১৪ই সেপ্টেম্বর এবং পরে ১৪ই ডিসেম্বর করা হয়েছে।

আধার আপডেট (Aadhaar Update Online) করা গুরুত্বপুর্ণ কেনো:

আধার হলো ভারতীয়দের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। যা গ্রাহকরা প্রায়শই বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজে ব্যবহার করে থাকেন। তাই সেই নথিতে সঠিক তথ্য থাকাটা গ্রাহকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই গ্রাহকদের নিজেদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় আপডেট উল্লেখিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করে নিতে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *