EPFO New Rule: নতুন চমক আনছে EPFO, এই নিয়ম না জানলে সমস্যায় পড়তে হবে

EPFO New Rule: পুরানো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয়েছে। ২০২৫ সালের প্রথম দিন আজ। আর প্রত্যেক বছরের মত এবারও নতুন বছরে একাধিক নিয়মে পরিবর্তন আনছে ভারত সরকার। যার মধ্যে অন্যতম হলো প্রভিডেন্ট ফান্ডের নিয়ম পরিবর্তন। ভারতের সমস্ত চাকুরীজীবিদের সঞ্চয়ের অন্যতম ঠিকানা হলো এই EPFO ফান্ড। আর ২০২৫ সাল থেকেই EPFO-তে আসতে চলেছে নিয়মের নানান পরিবর্তন। ঠিক কি কি নিয়ম পরিবর্তন হচ্ছে আর কবে থেকে নতুন নিয়ম লাগু হচ্ছে জানতে চাইলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। তাহলে দেরি না করে চলুন দেখে নিই EPFO কোন কোন নিয়মে পরিবর্তন আনছে!

১. টাকা তোলার নিয়ম:

২০২৫ সালে EPFO যেসব নিয়মের পরিবর্তন আনছে (EPFO New Rule) তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে টাকা তোলার নিয়মে। পিএফ-এর টাকা তোলা বরাবরই গ্রাহকদের কাছে ঝামেলার বিষয় হয়ে থাকে। আগে EPFO অফিসে ছোটাছুটি করে তবেই মিলতো টাকা। এবার সেই নিয়মে এসেছে বড় পরিবর্তন। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ২০২৫ সাল থেকে ATM থেকেই তোলা যাবে পিএফের টাকা। তবে সেক্ষেত্রে টাকা তোলার নির্দিষ্ট পরিমাণ স্থির করা থাকবে।

২. কাঠামো পরিবর্তন:

জানা যাচ্ছে বড়সড় বদল আসতে পারে EPFO (EPFO New Rule) কাঠামোতেও। বর্তমানে কর্মীদের বেসিক বেতন থেকে সর্বাধিক ১৫ হাজার টাকা জমাতে পারে কর্মীরা। তবে কেন্দ্রীয় সরকারের তরফে এই জমা অর্থের পরিমাণ নিয়ে বদল আনার কথা ভাবছে। যাতে গ্রাহকরা চাইলে আরও বেশি পরিমাণ অর্থ জমা করতে পারে। কর্মচারী এবং কর্মরত সংস্থা মিলিয়ে জমা করা টাকার অঙ্ক ২৪ হাজার করার কথা ভাবা হচ্ছে।

আরো পড়ুন: উধাও ৮৫০ কোটি ডলার, বছরের শুরুতেই বড় ঝটকা ভারতীয় রিজার্ভ ব্যাংকে

৩. স্টক মার্কেট:

EPFO-র (EPFO New Rule) তরফে জানা গেছে এবার থেকে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড লাভের একটি অংশ স্টক মার্কেট এবং অন্যান্য বিনিয়োগের খাতে আবারও বিনিয়োগ করার কথা ভাবা হচ্ছে। তবে যদি এই পরিকল্পনা সফল হয় তবে EPFO গ্রাহকদের জন্য সুদের পরিমাণ আরোও বাড়াতে পারে।

৪. পেনশন তোলার সুবিধা:

২০২৪ সালেই শুরু হওয়া সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম অধীনে এবার থেকে পেনশনভোগীরা দেশের যেকোনো ব্যাংক থেকেই পেনশনের টাকা তুলতে পারবেন। এর আগে নির্দিষ্ট একটি ব্যাংক থেকেই গ্রাহকরা টাকা তুলতে পারতেন এবার EPFO (EPFO New Rule) সেই নিয়মেই বড় পরিবর্তন এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *