বিশ্ব জুড়ে গোটা দেশের আনাচে রয়েছে একাধিক পশুপ্রেমী। আবার অনেকেই রয়েছেন যাঁরা পশুদের থেকে দূরে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আজকাল প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে অবলা প্রাণীদের অত্যাচারের নানান ঘটনা। অনেকেই আছেন যারা প্রাণীদের মঙ্গলের কথা ভাবেন। এবার সকলের জন্য দারুন সুযোগ আনছে ইগনু বা ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। এবার প্রাণী কল্যাণ নিয়ে পড়তে পারবেন আপনিও। কিভাবে আবেদন করবেন, কি তার যোগ্যতা এসব বুঝতে এবং জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।
প্রতিষ্ঠানের নাম:
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু
কোর্সের নাম:
ইগনু রেজিস্টার্ড হয়ে গেলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন অ্যানিমাল ওয়েলফেয়ার। যেটি বর্তমানে নিজেদের লার্জেস্ট গ্লোবাল ইন অ্যানিমাল ওয়েলফেয়ার নামে পরিচয় দেয়।
আবেদনের সময়:
ইগনুর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাণী কল্যাণ বিভাগে ভর্তির প্রক্রিয়া শুরু হবে জানুয়ারি থেকেই।
আরও পড়ুন: পিএইচডি করার কথা ভাবছেন? এই বিশ্ববিদ্যালয় দিচ্ছে পিএইচডি-র জন্য দারুন সুযোগ
সহযোগিতা:
সূত্রের খবর অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠান ছাড়াও পাঠ্যক্রম তৈরি এবং এই কোর্স। এই কাজে সহায়তা করবে ইংল্যান্ডের এডিনবড়া বিশ্ববিদ্যালয়।
পাঠ্য বিষয়ে:
উপরোক্ত কোর্সে নীতি নৈতিকতা, বর্তমান সমস্যা, আইন বিধি সম্পর্কে পড়বেন নির্বাচিত শিক্ষকদের।।
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট থেকে সমস্ত নথি সহ সরাসরি আবেদন করতে হবে।
বিশদে জানতে সংস্থাটির তরফে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পরে নেওয়ার অনুরোধ রইলো।